কলকাতা: ২০০ আসনের লক্ষ্যে বিজেপি একুশের বিধানসভা ভোটের আগে বাংলায় প্রচারের ঝড় তুলেছিল। আর সেই ঝড়ে সামিল ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই সময় প্রায় গোটা রাজ্য জুড়েই প্রচার করেছিলেন ভোটের ঠিক আগে বিজেপিতে যোগ দেওয়া ‘মহাগুরু’। কিন্তু অবশেষে ৮০ আসনও টপকাতে পারেনি বিজেপি। তবে মিঠুন তাতেই খুশি হয়েছেন। দীর্ঘ সময় পর সোমবার ফের কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তিনি।
আরও পড়ুন- রানি রাসমণির সঙ্গে এবার মমতার তুলনা! বিতর্কের কেন্দ্র বিশ্বজিৎ
মিঠুন এদিন রাজ্য বিজেপির অফিস থেকে সাংবাদিক বৈঠক করে বলেন, বিজেপি রাজ্যে ৩ থেকে ৭৭ হয়েছে। তিনি ভীষণ খুশি এই ফলাফলে। তবে লক্ষ্যমাত্রা একটা রাখতে হয়, সেই হিসেবে এগোতে হয়। পুরো ব্যাপারটাই বিজ্ঞানের মতো। হয়তো কিছু উৎসাহ বা কাজ কম ছিল তাই লক্ষ্য পুরণ হয়নি। কিন্তু বিজেপি যে জায়গা করেছে তা অনেক। ৫৫ লক্ষ থেকে ২ কোটির ওপর ভোট পেয়েছে। তিনি বিরাট সন্তুষ্ট এতে। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা সরকারকে পরোক্ষে একহাত নেন তিনি। মিঠূন বলেন, যা হয়েছে তিনি শুনেছেন, দেখেছেন, তা না হলে আরও ভাল হত, সুন্দর হত। এই ক্ষেত্রে মিডিয়াকেও তিনি নিশানা করেন। বলেন, তারাও ঠিকঠাক খবর পরিবেশন করেননি। হিংসা খবর সব দেখাননি।
এদিকে এতদিন পর তিনি কলকাতা এলেন এই প্রসঙ্গে মিঠুন বলেন, মাঝে বেশ খানিকটা সময় তিনি অসুস্থ ছিলেন, কিডনি স্টোন হওয়ার কারণে হাসপাতালেও ভর্তি হতে হয়। তাই তিনি আসতে পারেননি। কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ সকলের আশীর্বাদে। তাই দলীয় আদেশ মেনে তিনি এসেছেন। আজ রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর কিছু বিষয় নিয়ে আলোচনাও হয়েছে বলে জানান অভিনেতা, কিন্তু কী কী বিষয়ে নিয়ে চর্চা হল তা তিনি জানাতে চাননি। তবে এটুকু জানান, দল তাঁকে কাজ দিয়েছে। তিনি সেই নির্দেশ মেনেই কাজ করবেন।