কলকাতা: একুশের বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই সময় প্রায় গোটা রাজ্য জুড়েই প্রচার করেছিলেন ‘মহাগুরু’। কিন্তু তাতে কোনও লাভ হয়নি দলের। বিধানসভায় বিজেপি ভরাডুবি হয়। তবে মিঠুন ছাপ ছেড়ে গিয়েছিলেন। তাঁর নামে একাধিক মামলা রুজু হয়েছিল। তবে সেসব এখন অতীত। দীর্ঘ সময় পর সোমবার ফের কলকাতায় এসেছেন তিনি। তবে কী কারণে, তা জানালেন সাংবাদিক বৈঠক করে।
আরও পড়ুন- ধৃত মুখ্যমন্ত্রীর বাসভবনে গোপনে ঢুকে পড়া আগুন্তুক, আঁটসাঁট নিরাপত্তা, তদন্তে লালবাজার
এদিন রাজ্য বিজেপির অফিস থেকে সাংবাদিক বৈঠক করেন মিঠুন। সেখানে তিনি জানান, মাঝে বেশ খানিকটা সময় তিনি অসুস্থ ছিলেন, কিডনি স্টোন হওয়ার কারণে হাসপাতালেও ভর্তি হতে হয়। তাই তিনি আসতে পারেননি। কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ সকলের আশীর্বাদে। তাই দলীয় আদেশ মেনে তিনি এসেছেন। আজ রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর কিছু বিষয় নিয়ে আলোচনাও হয়েছে বলে জানান অভিনেতা, কিন্তু কী কী বিষয়ে নিয়ে চর্চা হল তা তিনি জানাতে চাননি। মিঠুনের ইঙ্গিত আসন্ন লোকসভা বা পঞ্চায়েত নির্বাচনের তিনি প্রচার করতে পারেন আবার দিল্লি বা অন্য কোথাও তিনি দায়িত্ব পেতে পারেন। তবে পুরোটাই এখন অস্পষ্ট।
তবে ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা সরকারকে পরোক্ষে একহাত নেন তিনি। মিঠূন বলেন, যা হয়েছে তিনি শুনেছেন, দেখেছেন, তা না হলে আরও ভাল হত, সুন্দর হত। একই সঙ্গে তিনি এও জানান, তিনি রাজনীতি শুধু ভোটের জন্য করেন না, মানুষের পাশে থাকার জন্য করেন। সেই প্রেক্ষিতেই দল তাঁকে কাজ দিয়েছে। তিনি সেই নির্দেশ মেনেই কাজ করবেন।