হতাশ হন মিঠুন! বাংলার অবস্থা নিয়ে কী বললেন বিজেপির তারকা নেতা

হতাশ হন মিঠুন! বাংলার অবস্থা নিয়ে কী বললেন বিজেপির তারকা নেতা

কলকাতা: রবিবার মহালয়া, আগামী সপ্তাহ থেকেই পুজো শুরু। এই পরিস্থিতিতে বাংলায় এসেছেন ‘মহাগুরু’ তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে এই মুহূর্তের বাংলার পরিস্থিতি দেখে তাঁর হতাশ লাগে। না, দুর্গাপুজো নিয়ে এমন কোনও মন্তব্য করেননি তিনি। আসলে একাধিক দুর্নীতির ঘটনায় যখন রাজ্যের মন্ত্রী, নেতারা জেলে গিয়েছেন সেই প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন মিঠুন।

আরও পড়ুন- ৫৯০০০ প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা প্রকাশ করতে হবে পর্ষদকে, নির্দেশ হাই কোর্টের

সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয় কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা সম্পর্কে। রাজ্যের মন্ত্রীদের নাম কেলেঙ্কারিতে জড়াচ্ছে সেই নিয়ে। তার উত্তরেই মিঠুন বলেন, অপমান, লজ্জার থেকেও বেশি হতাশ লাগে তাঁর। তিনি বলেন, ১০০ কোটি টাকা কামাতে গেলে তাঁকে ২০০ কোটি টাকা আগে কামাতে হবে। তারপর কর দিতে হবে। তাঁর এতদিনের জীবনে তিনি ২০০ কোটি টাকা একসঙ্গে দেখেননি বলেই দাবি করেছেন। তাঁর ব্যাঙ্ক ব্যাল্যান্সও এত নয় বলে জানিয়েছেন মিঠুন। এই প্রেক্ষিতেই তিনি বলেন, এটা ম্যাজিক হতে পারে, ম্যাজিক ছাড়া কিছু নয়।

তবে মিঠুন চক্রবর্তী পুজোর সময় কলকাতায় কিন্তু তাঁকে এ বছর পুজো উদ্বোধন করতে কেন দেখা যাচ্ছে না? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁকে কেউ পুজো উদ্বোধনে বাধা দেয়নি। কিছু পুজোয় হয়তো তিনি এমনই যাবেন। কিন্তু আগের মতো তাঁর আর শারীরিক শক্তি নেই। এছাড়াও তিনি জানান, আগে পুজো উদ্বোধন বা এইসব কাজের জন্য যে টাকা তিনি নিয়েছেন তা সমাজসেবায় দান করেছেন। এখন ইচ্ছা থাকলেও সেই শরীরী জোর না থাকায় তিনি করতে পারেন না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 11 =