কলকাতা: সিবিআই-এর কাছে সময় চেয়ে নিলেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী৷ সবিআই-কে ইমেল করে সময় চেয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী৷ পরবর্তী সময় ও দিন ধার্য করার আবেদন জানিয়েছেন তিনি৷ হাই কোর্টে এই বিষয়ে জানাল সিবিআই৷ এর আগে হাইকোর্টের নির্দেশ ছিল, দুপুর ৩টের মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজির হতে হবে৷
আরও পড়ুন- গঙ্গার পাড়ে মদ্যপান? বেত হাতে শিক্ষা সন্ন্যাসীর
তাঁর আইনজীবী জানান, মন্ত্রী পরেশ অধিকারী কোচবিহারে রয়েছেন৷ বাগডোগড়া হয়ে কলকাতায় আসতে সময় লাগবে। কারণ ৬টা ৩০ মিনিটের ফ্লাইট রয়েছে। তাই আজ বিকেলে ৩ টের মধ্যে তিনি সিবিআই দফতরে আসতে পারবেন না। এর পরেই বিধাননগর পুলিশ কমিশনারের উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, পরেশচন্দ্র অধিকারী দমদম বিমান বন্দরে নামার পরেই তাঁকে যেন এস্কর্ট করে সিবিআইয়ের দফতরে পৌঁছে দেওয়া হয়৷ আদালতের নির্দেশের কপি অবিলম্বে বিধাননগর CP কে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
১৭ মে পরেশচন্দ্র অধিকারীকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ কিন্তু, সেই সময় নিজের নির্বাচনী কেন্দ্র কোচবিহারের মেখলিগঞ্জে ছিলেন পরেশ৷ সেই কারণে ওই সময়ের মধ্যে তিনি হাজির হতে পারেননি। এর পরেই মেয়েকে নিয়ে তড়িঘড়ি কলকাতার উদ্দেশে রওনা দেন। জলপাইগুড়ি স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে চাপেন৷ কিন্তু তিনি শিয়ালদা স্টেশনে নামেননি৷ কলকাতায় আসার পথে আচমকাই পদাতিক এক্সপ্রেস থেকে উধাও হয়ে যান তিনি৷ শোনা যায়, তিনি বর্ধমান স্টেশনে নেমে পড়েন৷ স্টেশন থেকে বর্ধমান সার্কিট হাউসে পৌঁছন৷ কিন্তু বিকেলের পর থেকে সেখানেও আর তাঁকে পাওয়া যায়নি৷ এখনও তাঁর হদিশ মেলেনি৷ তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রয়েছে৷
অভিযোগ, পরেশ কন্য অঙ্কিতা অধিকারীর এসএসসি চাকরিতে বেনিয়ম হয়েছে৷ ওয়েটিং লিস্টে থাকা প্রথম প্রার্থীকে সরিয়ে আচমকাই এক নম্বরে নিয়ে আসা হয় অঙ্কিতার নাম৷ এর পর তিনি চাকরিও পেয়ে যান৷ মঙ্গলবার আদালতে অঙ্কিতার প্রাপ্ত নম্বর ও তাঁর সম্পর্কিত যাবতীয় তথ্য আদানতকে জানান এসএসসির সদ্য পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর পরেই মঙ্গলবার রাত আটটার মধ্যে পরেশকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>