Aajbikel

মাসে মাসে টাকা দিতেই হবে! হাসিনের কাছে 'বোল্ড' শামি

 | 
jahan

কলকাতা: ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। সেই মামলার রায়ে সোমবার বড় নির্দেশ দিয়েছে আলিপুর জেলা ও দায়রা আদালত। জানান হয়েছে, প্রতি মাসে স্ত্রীকে টাকা দিতেই হবে শামিকে। যদিও হাসিন যে টাকার দাবি করেছিলেন তা পাচ্ছেন না। তাই তিনি এই রায়ে খুশি নন। হাসিনের আইনজীবী জানিয়েছেন, তারা উচ্চ আদালতে যাবেন এই ব্যাপারে।

আরও পড়ুন- জানুয়ারি শেষের আগেই কি বিদায়ের পথে শীত? চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

প্রতি মাসে শামির থেকে ১০ লক্ষ দাবি করেছিলেন হাসিন জাহান। কিন্তু আদালতের নির্দেশ মাসে মাসে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিতে হবে মহম্মদ শামিকে। এতেই অখুশি হয়েছেন শামির স্ত্রী। এদিন আদালত জানিয়েছে, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্ত্রীকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিতে হবে শামিকে। উল্লেখ্য, ২০১৮ সালের এই মামলা চলাকালীন আদালতের নির্দেশ ছিল, মেয়ের জন্য প্রতি মাসে ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে। সেই প্রেক্ষিতে আদালতের নির্দেশ, মামলা শুরু হওয়ার সময় থেকে এই নির্দেশ কার্যকর হবে। অর্থাৎ অতদিনের বকেয়া টাকা মেটাতে হবে শামিকে।

Around The Web

Trending News

You May like