একই জায়গায় বারবার শুভেন্দুর কনভয় দুর্ঘটনা, বদলি মারিশদা থানার ওসি

একই জায়গায় বারবার শুভেন্দুর কনভয় দুর্ঘটনা, বদলি মারিশদা থানার ওসি

cb1258aebd4417377e3f4a1ad2473767

কলকাতা: দিঘা-নন্দুকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদার দুর্মুটের কাছে একটি পেট্রল পাম্পের কাছে কিছুদিন আগে দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি। আবার সোমবারই ফের একবার বেতালিয়ার মারিশদায় ১১৬ বি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। তারও আগে জুলাই মাসেই কলকাতায় একই রকম ঘটনা ঘটেছিল। বারবার প্রায় একই জায়গা, মারিশদায় এই দুর্ঘটনা ঘটায় সন্দেহ প্রকাশ করেছিল বিজেপি। আদালতে যাওয়ার প্রস্তুতিও নিয়েছে তাঁরা। কিন্তু তার মধ্যেই বদলি করা হল পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার ওসিকে।

আরও পড়ুন- পুজো কমিটিগুলিকে ৬০ হাজার করে অনুদান, বিদ্যুতেও ছাড়! বড় ঘোষণা মমতার

জানা গিয়েছে, মারিশদা থানার ওসি ছিলেন রাজু কুন্ডু। তাঁকে পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুরেরই পটাশপুর থানায়। তাঁর জায়গায় এসেছেন কাঁথির ওসি সৌমেন গুহ। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার আরও কয়েকটি থানার ওসি রদবদল করা হয়েছে বলেও খবর। তার মধ্যে আছে দিঘা মোহনা থানা, পটাশপুর থানা। আসলে বিজেপি নেতা শুভেন্দুর দাবি করেছেন, প্রতিবার যে ট্রাক বা লরির ধাক্কায় দুর্ঘটনা ঘটে, সেগুলির মালিকেরা ‘তৃণমূলের পাণ্ডা’। এমনকি তিনি এও দাবি করেছেন, এই ধরনের ঘটনা প্রত্যাশিত আর তার জন্য তিনি প্রস্তুত। অল্প কিছুদিনের মধ্যে বারবার তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ার কারণে সন্দেহ বাড়ছে বিজেপির। আর এই কারণেই কলকাতা হাইকোর্টে মামলা করবে তাঁরা এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ।

যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি। আদালতে গিয়ে সস্তা রাজনীতি ছাড়া আর কিছুই হবে না তাঁদের দ্বারা। আপাতত এই কনভয় দুর্ঘটনা নিয়েও রাজ্য রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *