তৃণমূল ভোট দেবে না! নিরাশ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বার্তা দিলেন মমতাকে

তৃণমূল ভোট দেবে না! নিরাশ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বার্তা দিলেন মমতাকে

কলকাতা: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। ২১ জুলাই সাংবাদিক বৈঠক করে এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই সিদ্ধান্ত ব্যাপক শোরগোল সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। পরিস্থিতি এমন হয়েছে যে খোদ বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মারগারেট আলভা টুইট করে তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি আশা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সমর্থন করবেন।

আরও পড়ুন- ‘‌২০২৪-এ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি’‌, শহিদ সমাবেশে দাবি মমতার

শুক্রবার এই নিয়ে টুইট করেছেন বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। আলভা টুইট করে লেখেন, ”উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে তৃণমূলের বিরত থাকার সিদ্ধান্ত হতাশাজনক। এটা তর্ক করা বা ইগো দেখানো এবং রাগ করার সময় নয়। এটা সাহস, নেতৃত্ব এবং একতা দেখানোর সময়। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সাহসিকতার প্রতীক, তিনি বিরোধীদের সঙ্গে থাকবেন।” কিন্তু তৃণমূল কেন এমন সিদ্ধান্ত নিল? আসলে অভিষেক জানিয়েছেন, বিরোধীরা তাদের সঙ্গে কোনও আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে। তাই ভোট দেওয়া থেকে বিরত থাকবে তাঁরা।

সাংবাদিক বৈঠক তৃণমূল এটাও স্পষ্ট করেছে, কোনও ভাবেই এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়কে তৃণমূল সমর্থন করবে না। অভিষেকের কথা ছিল, জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকাকালীন যেভাবে প্রতি পদে বাংলার মানুষের জন্য সমস্যার সৃষ্টি করেছেন, যেভাবে নির্দিষ্ট একটি দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন, তাতে তাঁকে কোনও ভাবেই সমর্থন করতে পারবে না তৃণমূল। তাই ভোটই দেবেন না তাঁরা কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =