কলকাতা: তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই। বলা হয়েছিল তিনি নাকি নিখোঁজ! কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে কিছুদিন আগেই যাদবপুরের বাড়ির বারান্দায় দেখতে পাওয়া গিয়েছিল। আর এদিন তাঁর দেখা মিলল বিধানসভায়। বৈঠকে যোগ দিতে সশরীরে হাজির ছিলেন তিনি। শুধু হাজির থাকা নয়, সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেন মানিক ভট্টাচার্য।
আরও পড়ুন- বিচারাধীন মামলার মিডিয়া ট্রায়াল বন্ধ হোক, দাবি মমতার
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য আজ বিধানসভায় এসে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে যোগ দেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত যে কমিটি রয়েছে তার সদস্য হিসাবে আজ বৈঠকে যোগ দেন তিনি। এরপরে মানিক অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়েও তাঁর সঙ্গে দেখা করেন। গোটা বিষয় নিয়ে মানিক সংবাদমাধ্যমে জানান, বিধানসভার স্ট্যান্ডিং কমিটির তিনি একজন সদস্য এবং সেই কমিটির একটি বৈঠকে যোগ দিতেই তিনি এসেছিলেন। বিধায়ক হিসেবেই বৈঠকে যোগ দিয়েছেন। যদিও তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ বা মামলা সংক্রান্ত কোনও বিষয়ে কথা বলতে চাননি তিনি। তাঁর বক্তব্য, বিচারাধীন কোনও মামলা নিয়ে তিনি কথা বলবেন না। একই সঙ্গে এও জানান, বিধানসভায় তিনি এসেছেন বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে। এমনকি তিনি এও জানান, তাঁর বিধানসভা এলাকায় তিনি নির্ধারিত সব বৈঠকে যোগ দিয়েছেন, যা কাজ করার কথা সব করেছেন, কিছুতেই কোনও অসুবিধা হয়নি।
বুধবার কলকাতা হাইকোর্টের আইনজীবীদের ইডি জানিয়েছিল যে, প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেই সিবিআই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে। সন্দেহ করা হচ্ছিল যে তিনি রাজ্য ছেড়ে পালাতে পারেন। তাই বিমানবন্দরেও কড়া নজরদারি রাখা হয়েছিল। কিন্তু অবশেষে মানিকের দেখা মিলেছল তাঁরই ফ্ল্যাটে। আজ দেখা মিলল বিধানসভায়।