কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্যের এবার হল জেল হেফাজত। এদিন তাঁর পক্ষ থেকে আদালতে জামিনের আবেদন করা হলে তা খারিজ করে দেওয়া হয়। আদালতের নির্দেশ, আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জেলে থাকতে হবে। অর্থাৎ, ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বয়স ও শারীরিক অবস্থার কথা বিচার করে জামিন দেওয়ার আর্জি জানানো হলেও তা মানা হয়নি। এদিকে ইডি ১৪ দিনের হেফাজত চেয়েছিল তাঁর। কিন্তু তাও মঞ্জুর করেনি আদালত।
আরও পড়ুন- জেলে দু’মাসে ৯ কিলো ওজন কমল অনুব্রতর! কমে কত হল?
গত কয়েকদিন ধরে ইডি হেফাজতে জেরা করা হচ্ছে মানিককে। একের পর এক চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সেই প্রেক্ষিতেই তাঁর ১৪ দিনের জেল হেফাজত চেয়েছিল তারা। কিন্তু ৩ দিনের হেফাজতই মানিককে দেওয়া হয়েছে। এদিকে আজই ব্যাঙ্কশাল আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন ইডি-র আইনজীবীরা। তাঁদের দাবি, মানিকের স্ত্রীর সঙ্গে মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তির জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে৷ সেই ব্যক্তি ছয় বছর আগেই মারা গিয়েছেন। কেন মৃত্যুঞ্জয় চক্রবর্তীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করা হয়েছিল, তা জানার জন্য তদন্তের প্রয়োজন রয়েছে বলেও আদালতকে জানানো হয়। এই বিষয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
একই সঙ্গে মানিকের বিরুদ্ধে ইডির অভিযোগ, তিনি তদন্ত সহযোগিতা করছে না। তবে এই অভিযোগ অস্বীকার করে মানিকের আইনজীবীর পাল্টা দাবি, তাঁর মক্কেলকে হেনস্থা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ গত ১৪ দিন জেরা করা হলেও তেমন কোনও সদুত্তর পায়নি ইডি।