বাঁকুড়া: নদীর চরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা বন্ধের দাবি জানিয়ে পথে নামলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ, গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির সদস্যরা। শনিবার বাঁকুড়া শহরের ‘প্রাণকেন্দ্র’ হিসেবে পরিচিত মাচানতলায় ‘নদীর প্রকৃতি ও বাস্তুতন্ত্র রক্ষা করো’, ‘বাঁচা ও বাঁচানোর স্বার্থে বন, জঙ্গল, পাহাড় ও নদীকে রক্ষা করো’ লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ সভা করেন।
আগামী ১ জুন বাঁকুড়া শহর সংলগ্ন সতীঘাটে কর্মীসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী সংগঠনগুলির দাবি, ওই সভার জন্য গন্ধেশ্বরীর চর মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, পাশাপাশি ওই এলাকার বেশ কিছু গাছের ডাল পালা ছেঁটে ফেলা হয়েছে। একই সঙ্গে বছর দুই আগে পরিবেশ রক্ষার স্বার্থে নদীচরে এমনই এক সভার প্রতিবাদ তারা করেছিলেন।
সেই সময় জেলাশাসকের তরফে ভবিষ্যতে নদীচরে সভা হবে না কথা দেওয়া হয়। এমনকি এবিষয়ে জাতীয় পরিবেশ আদালতের তরফেও স্পষ্ট নির্দেশিকা আছে নদী চরে সভা, সমিতি না করা বিষয়ে, দাবি আন্দোলনকারীদের। সেই সব কিছু না মেনেই ফের সভার আয়োজন করা হচ্ছে বলে তাদের অভিযোগ। পরিবেশ রক্ষার্থে অবিলম্বে সভাস্থল পরিবর্তনের দাবি তারা জানিয়েছেন।