‘হীরের চচ্চরি খাবে’, বাজেট প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা মমতার

‘হীরের চচ্চরি খাবে’, বাজেট প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা মমতার

db315d2fa782ea7c6130c6e7d3f0992a

কলকাতা: কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে তিনি যে খুশি নন তা গতকালই ব্যক্ত করেছিলেন মমতার বন্দ্যোপাধ্যায়। টুইট করে লিখেছেন যে এই বাজেট জনতার জন্য শূন্য। আজ নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে ফের একবার বাজেট ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি কেন্দ্রকে খোঁচা দিলেন। বললেন, তাঁর মনে হয়, বিজেপি চু-কিত-কিত দল। পাশাপাশি বাজেটকে আবার আজ শূন্য বললেন তিনি।

আরও পড়ুন- #Budget2022: দেশজুড়ে খুলছে ‘টেলি মেন্টাল হেল্প সেন্টার’, বাজেটে মানসিক স্বাস্থ্য জোর

মমতা এদিন কটাক্ষের সুরে বলেন, বাজেটে মানুষের জন্য কিচ্ছু নেই, একটা কথা পর্যন্ত বলা হয়নি সাধারণের জন্য। বাজেটে কেন্দ্র দামি কমিয়েছে হীরের, সেই প্রসঙ্গে চরম আক্রমণ করে মমতার কথা, কেন্দ্র শাক চায় না, চাল চায় না, আলু চায় না, চায় হীরে। হীরের চচ্চরি খাবে, হীরের ঝোল বানাবে, আর নিজেরা সব হীরে নিয়ে বসে থাকবে। একই সঙ্গে ফের পেগাসাস ইস্যু নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেনন তিনি। বলেন, দুর্বিষহ নাভিশ্বাস, পেগাসাস পেগাসাস। আসলে গতকালও বাজেট ইস্যুতে তিনি পেগাসাস প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে একহাত নিয়েছিলেন। আজও তাই করলেন। উল্লেখ্য, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছিলেন, ”আম জনতার জন্য এই বাজেট একদম শূন্য। বেকারত্ব আর মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছু নেই। সরকার শুধু বড় বড় কথা বলেছে যার কোনও অর্থ নেই। পেগাসাস কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর চেষ্টা এই বাজেট।”

প্রসঙ্গত, আজ তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন নির্বাচিত হলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ছিল। সেখানে চেয়ারপার্সন পদে ফের নির্বাচিত হয়ে দলের কর্মীদের দলকে আরও শক্ত করার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে, সারা দেশ থেকে বিজেপিকে হঠানোর বার্তা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের একবার দিয়েছেন তিনি। মমতা মনে করিয়ে দেন, ২০১৬ সালেই নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই প্রেক্ষিতে তাদের ধন্যবাদ জানিয়েছেন মমতা। পাশাপাশি বলেন, কংগ্রেস বরাবর লড়াই করেছে উত্তরপ্রদেশকে ভিত্তি করে, বিজেপি লড়েছে গুজরাটকে ভিত্তি করে। আর তৃণমূল লড়ছে পশ্চিমবঙ্গকে সামনে রেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *