রামপুরহাট: রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার রাতের ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করেন তিনি৷ বগটুই গ্রাম থেকে সরাসরি হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ সেখানে সুপার স্পেশালিটি বিল্ডিং-ভর্তি রয়েছেন নাজিমা বিবি৷ শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর৷ অন্যদিকে, ভর্তি রয়েছেন বছর ২০-র বুলবুলি খাতুন এবং ১১ বছরের এক নাবালক৷ সব মিলিয়ে মোট পাঁচজন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের সঙ্গে কথা বলেন মমতা৷ তাঁদের শারীরিক অবস্থা প্রসঙ্গেও খোঁজ খবর নেন৷ তাঁদের অন্যত্র স্থানান্তরিত করতে হবে কিনা, সেই খবরও নেন তিনি৷
আরও পড়ুন- সিট’কে অবহেলা? বগটুইয়ে গেল বিজেপির আলাদা ‘তদন্তকারী দল’
এদিকে, বগটুই ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি তৈরির জন্য ১ লক্ষ টাকা এবং অতিরিক্ত ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি৷ দেওয়া হবে ১০টি পরিবারে ১টি করে চাকরি৷ নিজের কোটা থেকে এই চাকরি দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, জীবনের বিকল্প কখনও চাকরি হয় না। তাও চাকরি দেওয়া হবে৷ তিনি জানান, তদন্ত তদন্তের পথে চলবে৷ আমি এতে হস্তক্ষেপ করব না৷ দোষীরা ছাড় পাবে না৷ সারা বাংলায় তল্লাশি চালিয়ে যত বোমা আছে, অস্ত্র আছে তা উদ্ধার করতে হবে৷ মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, তিনি বলেন, ‘‘আমি কিছু শুনতে চাই না। কড়া ব্যবস্থা নিন। একে পেলাম, ওকে পেলাম না— এ সব আমি শুনব না’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>