যশবন্ত সিনহাই রাষ্ট্রপতি পদপ্রার্থী, খুশি মমতা জানালেন শুভেচ্ছা

যশবন্ত সিনহাই রাষ্ট্রপতি পদপ্রার্থী, খুশি মমতা জানালেন শুভেচ্ছা

কলকাতা: বহু টালবাহানার পর আজ নির্ধারিত হয়েছে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন। সর্ব সম্মতিক্রমে ১৮টি রাজনৈতিক দল সিলমোহর দিয়েছে পদ্মত্যাগী তৃণমূল নেতা যশবন্ত সিনহার নামে। এই সিদ্ধান্ত ঘোষণার পরেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সব সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি৷ এই সিদ্ধান্ত গ্রহণ হতেই টুইট করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যশবন্ত সিনহাকে শুভেচ্ছা জানিয়েছেন আগামী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য।

আরও পড়ুন- পতনের মুখে মহারাষ্ট্র সরকার? প্রশ্নের মুখে শিবসেনার ২২ বিধায়কের ভূমিকা

টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”প্রত্যেক বিরোধী দলের সমর্থনে রাষ্ট্রপতি পদ প্রার্থীর জন্য নির্বাচিত হওয়া যশবন্ত সিনহাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি একজন সম্মানিত মানুষ যিনি অবশ্যভাবেই দেশের উন্নয়নের স্বার্থ এবং নীতি সকলের সামনে তুলে ধরবেন।” আগামী ২৭ জুন মনোনয়ন পেশ করবেন যশবন্ত সিনহা। বিরোধী প্রার্থীকে সমর্থন  জানাবে আপ এবং টিআরএস-ও৷ রাজনৈতিক সমীকরণ মিলিয়ে জেতার আশা নিয়েই যশবন্ত সিনহাকে প্রার্থী করা হয়েছে৷ এখনও যশবন্তের সঙ্গে বেশ কিছু বিজেপি নেতার যোগাযোগ রয়েছে৷ বিরোধীরা মনে করছে, বিজেপি’র মধ্যে নরেন্দ্র মোদী ও অমিত শাহ বিরোধী যে চোরা স্রোত রয়েছে, সেটাকে কাজে লাগাতে পারলে রাষ্ট্রপতি নির্বাচনে সমীকরণ পাল্টাতে পারে৷

এদিকে এই সিদ্ধান্ত স্পষ্ট হতেই যশবন্ত সিনহা নিজে জানিয়েছেন, ‘বৃহত্তর জাতীয় স্বার্থ ও শক্তিশালী বিরোধী ঐক্যের লক্ষ্যে ‘ দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর আশা, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই সিদ্ধান্ত ও পদক্ষেপকে সমর্থন করবেন। তাঁর এই মন্তব্যের পরেই টুইট এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =