কলকাতা: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তৃণমূল কাউন্সিলর তথা কলকাতার মেয়র পারিষদ রাম পিয়ারি রামের পুত্র। খিদিরপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়িতে আজ গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভা ছিল। সেই সভা সেরেই খিদিরপুরে রামের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাক্ষাতের পর ফেসবুকে একটি পোস্টও করেছেন তিনি।
আরও পড়ুন- সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার তাঁর নাম! ‘মামলা আন্তর্জাতিক আদালতে হোক’, কটাক্ষ মমতার
নিজের ফেসবুকে মমতা লেখেন, ”আজ আমি আমাদের কাউন্সিলর রাম পিয়ারি রামের সঙ্গে দেখা করলাম, যিনি সম্প্রতি নিজের পুত্রকে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন। আমি তাঁদের দুঃখের সময় তাঁদের পাশে আছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।” মেয়ো রোডের সভা শেষে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গিয়েছিলেন মমতা। জানা গিয়েছে, ছেলের মৃত্যুতে রাম তো বটেই গোটা পরিবার শোকে ভেঙে পড়েছে। তাঁদের যথা পরিমাণে আস্থা দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গাড়ির ওপর একটি ওভারলোডেড ট্রাক উলটে পড়ায় প্রাণ হারান তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ রাম পিয়ারি রামের ছেলে। দুর্ঘটনার জন্য রাস্তার বেহাল দশাকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। গত শনিবার রাতে রিমাউন্ট রোডে ঘটনাটি ঘটে। এদিকে পুলিশ জানিয়েছে, রাকটিতে অতিরিক্ত বস্তা বোঝাই করা হয়েছিল। যার জেরে ভার রাখতে পারেনি।