‘ভুল হলে ধরিয়ে দেবেন’, মা-মাটি-মানুষ’কে অনুরোধ মমতার

‘ভুল হলে ধরিয়ে দেবেন’, মা-মাটি-মানুষ’কে অনুরোধ মমতার

8836c4c895b2e02b528c18dccaca799e

কলকাতা: তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার বর্ষপূর্তি উজ্জাপন করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করার পর মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছিলেন। আজ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো হিসেবে এই কাজ করলেন তিনি। বাংলার মা-মাটি-মানুষ’কে কৃতজ্ঞতা জানালেন তিনি। এই সঙ্গে বললেন, সাধারণ মানুষই হচ্ছে গণতন্ত্রের শেষ কথা। তাদের ওপর তিনি ভরসা রাখেন এবং তাঁর ওপর যেহেতু তারা ভরসা করেছেন, তৃণমূল সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছেন, তাই তাদের কাছে তিনি কৃতজ্ঞ।

আরও পড়ুন- প্রেমের সম্পর্কে ‘না’, চরম পরিণতি কলেজছাত্রীর, সাড়ে তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার খুনি প্রেমিক

এদিন মমতা বলেন, ভুল হলে যেন তা ধরিয়ে দেওয়া হয়, কিন্তু কাজের সুযোগ দেওয়া হয়। বাংলার মানুষের উদ্দেশ্যে মমতার কথা, ‘কাজ যেভাবে করছি এই কাজটা করতে অনুপ্রেরণা দেবেন। এটা আমি সব সময় সবাইকে বলি। মানুষ মাত্রই ভুল হতে পারে।’ এই প্রসঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, কেউ যদি কোনও কাজ করতে গিয়ে ভুল করে থাকে, কারোর যদি খারাপ লেগে থাকে, তার জন্যে তিনি ক্ষমাপ্রার্থী, তিনি মর্মাহত। এই পরিপ্রেক্ষিতেই তাঁর বিশ্বাস, মানুষ সবক্ষেত্রে বুঝিয়ে দেবে, সাহায্য করবে এবং সহযোগিতা করবে।

এই কথা বলেই দলীয় শীর্ষ নেতৃত্বকে নির্দেশ দেন মমতা। স্পষ্ট বলেন, পঞ্চায়েত পর্যায়ে হোক কিংবা বিধায়ক পর্যায়ে, সকলকে আরও ভাল ভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে হবে। দেখতে হবে কারা, কোথায়, কোন পরিষেবা পাচ্ছে না। সেই মতো দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আগামী কয়েক দিনে জেলায় জেলায় রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী পালনের কথাও জানিয়ে দেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *