‘জয়ের জন্য মানুষের কাছে কৃতজ্ঞ’, শিলিগুড়িতে ধন্যবাদ জ্ঞাপন মমতার

‘জয়ের জন্য মানুষের কাছে কৃতজ্ঞ’, শিলিগুড়িতে ধন্যবাদ জ্ঞাপন মমতার

শিলিগুড়ি: চার পুরসভার নির্বাচনের যে ফলাফল আজ প্রকাশিত হয়েছে তাতে বয়েছে সবুজ ঝড়। চার জায়গাতেই উড়েছে তৃণমূল কংগ্রেসের পতাকা। অধিকাংশ ওয়ার্ড জিতেছে তৃণমূল এই চার কেন্দ্রেই। শিলিগুড়িতে গত ভোটে পিছিয়ে থাকলেও এবার হতাশ হয়নি মমতা বাহিনী। বিপুল ভোটে জিতেছেন ঘাসফুল প্রার্থী গৌতম দেব। তিনিই সেখানের মেয়র হচ্ছেন তাও ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই শিলিগুড়ি গিয়ে তিনি সেখানকার মানুষদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন- SSC গ্রুপ ডি: ৫৭৩ জনের নিয়োগ বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে বিশেষ কমিটি

এদিন শিলিগুড়ি গিয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য তিনি মানুষের কাছে কৃতজ্ঞ। তারা যত বেশি জিতবেন তত বেশি নম্র হবেন বলেই মনে করিয়ে দেন তিনি। আর ভোটে জেতার সঙ্গে সঙ্গে মমতা মনে করিয়ে দেন যে, শিলিগুড়ির জন্য তৃণমূল সরকার কী কী করেছে। তিনি জানান, এখানে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। রাস্তা তৈরির কাজ চলছে যাতে ৬ ঘণ্টার মধ্যেই কলকাতা চলে যাওয়া যায় গাড়িতেই। এছাড়া তিনি জানান, কোচবিহারে বিমানবন্দর করা হয়েছে, আরও বড় করার কাজ চলছে যাতে বড় বিমান নামতে পারে। এক কথায় তিনি দাবি করেন যে, শিলিগুড়িতে তৃণমূল সরকার ব্যাপক উন্নয়ন করেছে।

মমতা আরও জানান, গাজোলডোবায় ‘ভোরের আলো’ তৈরি করা হয়েছে। অন্যদিকে বিমানবন্দর ছাড়াও ২৬ টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এছাড়াও রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, স্কুল তৈরি করে দেওয়া হয়েছে। আগামী দিনে যাতে শিলিগুড়ির ট্রাফিক পরিষেবা ঢেলে সাজানো হয় সেই পরিকল্পনাও করা হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আজ পঞ্চানন বর্মার জন্মদিনে তাঁর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 14 =