‘মা-বোনেরা শান্তির প্রতীক’, নারী দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘মা-বোনেরা শান্তির প্রতীক’, নারী দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্ব জুড়ে পালিত হচ্ছে এই দিন এবং নারীদের সম্মানে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে সব জায়গায়। বাংলাও তার ব্যতিক্রম নয়। কিন্তু প্রতিবারের মতো এবার বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস মিছিল করছে না। নারী দিবস উদযাপনে বার্তা দিয়ে এর কারণ জানালেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন স্থানে বৈঠকে লকেট, পাল্টাচ্ছে রাজ্য BJP-র সমীকরণ?

এদিন মমতা বলেন, মা-বোনেরা শান্তির প্রতীক, সাম্যের প্রতীক, সৃষ্টির প্রতীক। তাই যুদ্ধ থেমে যাক, সব জায়গায় শান্তি ফিরে আসুক এই কামনা করেছেন তিনি। আসলে ইউক্রেন-রাশিয়া যে যুদ্ধে হচ্ছে তা প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, তিনি কতটা ব্যথিত এই বিষয়ে। এর পাশাপাশি যে সমস্ত পড়ুয়ারা সেখান থেকে প্রাণ হাতে নিয়ে দেশে ফিরেছে তাদের প্রতিও সহানুভূতি দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর কামনা যাতে সব আবার আগের মতো শান্ত হয়ে যায়। মা, বোন, ভাইরা শান্ত হয়ে যায়। এই ইস্যুতে আবার নাম না করে কেন্দ্রের সরকারকে আক্রমণ করেছেন তিনি। বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা ফিরে আসছে তাদের নিয়ে নাটক করা হচ্ছে। আগে থেকেই আন্দাজ যদি পাওয়া যায় যে যুদ্ধ হবে, তাহলে তাদের ৪ মাস আগে থেকে আনা হয়নি কেন? প্রশ্ন মমতা। আন্তর্জাতিক নারী দিবসে তাই মমতার বার্তা, শান্তি ফিরে আসুক বিশ্বে। উন্নয়ন ছড়িয়ে পড়ুক।

এদিনের এই বার্তার মমতার মুখে ফিরে এসেছে পুরসভা নির্বাচনের কথাও। ভোটে হিংসার যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোলা হয়েছে তার চরম বিরোধিতা করেন তিনি। বলেন, ঝামেলার জায়গা গুলো দেখলেই বোঝা যাবে যে তার জন্য কারা দায়ি। এই প্রসঙ্গে ভাটপাড়া, বহরমপুর, কাঁথির নাম নেন তিনি। এও জানান, যে তিনি কোনও ঝামেলার পক্ষে নন, কিন্তু কোথাও কোনও ঝামেলা হলে দল কোনও দায়িত্ব নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seven =