কলকাতা: ইদ উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারেও কলকাতার রেড রোডে এক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানেই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের তাঁর এই ইদের বার্তায় যেমন ছিল উন্নয়নের কথা, ঠিক তেমনই ছিল বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ। একই সঙ্গে আবার রাজ্যবাসীকে তিনি শান্তি, সম্প্রীতির বার্তা দিয়ে জানিয়েছেন যে, সকলের সত্যিকারের আচ্ছে দিন আসবে, মিছি মিছি নয়। হলফ করেই বলা যায় যে এই মন্তব্য করে তিনি কাদের নিশানা করেছেন।
আরও পড়ুন- প্রেমের সম্পর্কে ‘না’, চরম পরিণতি কলেজছাত্রীর, সাড়ে তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার খুনি প্রেমিক
এদিনের রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বলেন, ‘বিভাজনকারী শক্তি’ থেকে সাবধানে থাকতে হবে। বাংলার ঐক্য বজায় রাখতে হবে বলেই আরও একবার মনে করিয়ে দেন মমতা। তাঁর কথায়, বিশ্ব দেখুক যে বাংলায় যেরকম ঐক্য রয়েছে, সেরম ভারতের আর কোনও জায়গায় নেই। তিনি এই প্রসঙ্গে এও বলেন যে, তাঁকে অনেকেই অপমান করে, বাংলাকে অপমান করে কিন্তু তিনি কাউকে ভয় পান না। কেউ যেন সেই ‘বিভাজনকারী শক্তি’কে ভয় না পান সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার কথা, ‘আমরা লড়তে জানি। ভয় পাবেন না’। এই পরিপ্রেক্ষিতেই বিজেপিকে পরোক্ষে নিশানা করে তাঁর মন্তব্য, মিছি মিছি আচ্ছে দিনের অপেক্ষায় থেকে লাভ নেই, সবার আচ্ছে দিন আসবে এবং সত্যিকারের আচ্ছে দিন আসবে।
কটাক্ষ এবং আক্রমণের মধ্যে থেকেই রাজ্যবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বলেন, ‘আমি বাংলার তরফে সবাইকে ইদ মুবারক জানাই। পুরো বিশ্ব যেন শান্তিতে থাকে।’ সবাইকে একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। সব মিলিয়ে একতার বার্তা আজ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।