যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড! ‘দায়’ ঝেড়ে ফেললেন মমতা

যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড! ‘দায়’ ঝেড়ে ফেললেন মমতা

01e0d28eaf1b6ec4b381705bcdbad266

কলকাতা: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন দুর্নীতির মামলায়। তাঁর ‘বান্ধবী’র বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি টাকা, বিপুল সোনা, বিদেশি মুদ্রা, সরকারি খাম। কিন্তু শেষ দু’দিন এই নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার খুললেন এবং কার্যত পার্থ চট্টোপাধ্যায়ের মাথা থেকে নিজের হাত সরিয়ে নিলেন। তাঁর সাফ কথা, ‘কেউ অন্যায় করে থাকলে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমরা কোনও হস্তক্ষেপ করব না।’

আরও পড়ুন- অর্পিতাকে সঙ্গে নিয়ে বারুইপুরের বাগানবাড়িতে ‘বিশ্রাম’ নিতে যেতেন পার্থ! বলছেন স্থানীয়রা

এদিন বাংলার কৃতিদের বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ও মহানায়ক সম্মানে সম্মানিত করে রাজ্য সরকার। এই অনুষ্ঠানেই উঠে আসে পার্থ-প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই বলেন, তাঁর দলে তিনি চোর, ডাকাতদের প্রশ্রয় দেন না। কেউ ভুল করলে ক্ষমা নেই, মন্ত্রীকেও রেয়াত করবেন না তিনি। তাঁর কথায়, সত্যির বিচার হোক। ঘটনা সত্যি হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক, তিনি কোনও মাথা ঘামাবেন না। মমতা এও জানান, তিনি চান তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দিক আদালত। অন্যদিকে, টাকা উদ্ধার প্রসঙ্গে তিনি জানান, এত টাকার ব্যাপারে তিনি জানতেই পারেননি, কেউ জানেনি। তিনি জানেন না এর সঙ্গে কারা জড়িত। আর অর্পিতাকে নিয়ে তাঁর বক্তব্য, দল এবং সরকারের সঙ্গে ওই মহিলার কোনও যোগ নেই।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়ে দেন, তিনি আন্দোলনে জন্মেছেন। তাঁকে অকারণে কালি ছেটানো হচ্ছে, কিন্তু জানতে হবে যে তাঁর কাছেও আলকাতরা আছে। তাঁকে টাচ করলে তিনি ডটাচ করতে জানেন। পাশাপাশি বিজেপিকেও একহাত নিয়ে তিনি মেহুল চোকসি, নীরব মোদী প্রসঙ্গ টেনে আনেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *