কলকাতা: হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য, তার জেরে দেশের অনেক এলাকার মতোই গত দু’দিন ধরে অগ্নিগর্ভ পশ্চিমবঙ্গের হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অনুরোধ করে বলেছিলেন হিংসা বন্ধ করতে। কিন্তু সেই বার্তায় কোনও লাভ হয়নি। সাময়িকভাবে কিছুক্ষণ বিক্ষোভ বন্ধ হলেও আবার তা শুরু হয় এবং ভয়াবহ ভাবে। এখনও বিভিন্ন এলাকায় বিরাট অশান্তি হচ্ছে। তাই আবার টুইট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার চরম হুঁশিয়ারি দিলেন তিনি।
আরও পড়ুন: হজরত মহম্মদ বিতর্ক: হাওড়ায় বাতিল ট্রেন, অবরোধে আটকে মৃত্যু যাত্রীর
গত দু’দিন ধরে বিক্ষোভ-অবরোধ চলছেই হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে। ইতিমধ্যেই নবান্ন থেকে সেই সমস্ত এলাকায় সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে উলুবেড়িয়ায়। গোটা বাংলা জুড়ে অন্তত ৭০ জন গ্রেফতার হয়েছে। তাতেও কিছু ঠেকানো যাচ্ছে না। এই অবস্থায় মমতা এদিন টুইট করে বলেন, ”আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?” এই ইস্যুতে আবার বিজেপির তরফ থেকে রাজ্য সরকারকেই দায়ী করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?
— Mamata Banerjee (@MamataOfficial) June 11, 2022
এদিন শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ‘স্লিপিং চিফ মিনিস্টার’। মুখ্যমন্ত্রীর এক বিন্দুও ক্ষমতা নেই, তিনি শুধু তুষ্টিকরণ করে যাচ্ছেন। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, যা যা হচ্ছে তা প্রতিবাদের নামে বিশৃঙ্খলা। এমনকি কেন এখনও প্যারামিলিটারি বা মিলিটারি নামানো হয়নি, সেই প্রশ্নও তুলেছেন তিনি। একই সঙ্গে সমগ্র পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ইমেল করেছেন শুভেন্দু। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।