‘এখানে একজন আছে লাটসাহেব, পদে পদে বলছে খারাপ’, নিশানা মমতার

‘এখানে একজন আছে লাটসাহেব, পদে পদে বলছে খারাপ’, নিশানা মমতার

কলকাতা: রামপুরহাট কাণ্ড নিয়ে উত্তাপ ছড়িয়ে রয়েছে রাজ্যের সর্বত্র। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেই ইস্যুতে কথা বলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একদিকে যেমন ঘটনার তদন্ত নিয়ে কথা বলেছেন, অন্যদিকে নাম না করে রাজ্যপালকে নিশানা করেছেন। পাশাপাশি বিরোধীদের একহাত নিয়েছেন তিনি।

আরও পড়ুন- গত দু’দশকে বাংলায় গণহত্যার বলি ৯১ জন, রামপুরহাট উস্কে দিল সেই ‘অন্ধকার’ স্মৃতি

রাজ্যপাল রামপুরহাট ঘটনার প্রসঙ্গে রাজ্যের নিন্দা করেছেন এবং আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই নিয়ে মুখ্যমন্ত্রী তাঁকে নিশানা করেছিলেন। তাঁর মন্তব্যকে অসাংবিধানিক বলেছেন। তার পাল্টা অবশ্য দিয়েছেন রাজ্যপালও। তারপর নেতাজি ইন্ডোর থেকে তাঁকে নাম না করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বলেন, ”এখানে এক লাট সাহেব বসে আছে, পদে পদে বলছে খারাপ। এদিকে নিজেই ঘুরে বেড়াচ্ছে দার্জিলিং থেকে জলপাইগুড়ি। আর প্রতিদিন সরকারকে গালাগালি দিচ্ছে। একটা পুলিশ যদি একটু দোষ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে।” তিনি আরও বলেন, রামপুরহাটে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওসি ক্লোজড হয়েছে। রঙ দেখে পদক্ষেপ করা হয় না। যে দোষী সে শাস্তি পাবে।

মমতার আরও সংযোজন, সেখানে যা ঘটনা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ ছাড় পাবে না। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমপক্ষে ৫০ বার তিনি ফোন করে খোঁজ নিয়েছেন রামপুরহাটের। সঙ্গে সঙ্গে সিট গঠন হয়েছে। মমতা এও জানান যে, তিনি আজই সেখানে যেতেন। কিন্তু অন্যান্য দলের লোক সেখানে গিয়েছে তাই তিনি আজ সেখানে যাবেন না, কারণ তিনি ঝগড়া করতে চান না। তাঁর কথায়, ”ল্যাংচা খেতে খেতে ল্যাংচাতে ল্যাংচাতে সেখানে গিয়েছে তারা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − ten =