অগ্নিপথ ললিপপ! মমতার বক্তব্যে অখুশি শুভেন্দু বললেন, ‘সেনাকে অপমান’

অগ্নিপথ ললিপপ! মমতার বক্তব্যে অখুশি শুভেন্দু বললেন, ‘সেনাকে অপমান’

কলকাতা: কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে দেশে তোলপাড়। বিভিন্ন রাজ্যে এখনও পর্যন্ত বিক্ষোভ চলছে। কিন্তু ভারত সরকার নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে কিছুতেই চাইছে না। তারা অনড়। এদিকে বিরোধীদের মধ্যেও এই ইস্যু নিয়ে বাড়ছে ক্ষোভ। সব মিলিয়ে এই নয়া প্রকল্প অনেক বিতর্কের জন্ম দিচ্ছে। এই নিয়ে এবার মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে তিনি বলেন, অগ্নিপথ প্রকল্প আসলে বিজেপির দেওয়া ললিপপ, ক্যাডার তৈরির প্রকল্প যারা ভোট লুট করতে সাহায্য করবে। তাঁর এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন-  সিপিএমের পুরনো প্যাডে চাকরির সুপারিশ! কাগজের ছবি ভাইরাল

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে যে হইচই শুরু হয়েছে তার আগুনে আরও ঘি ঢেলেছেন বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীর মন্তব্য। তিনি বেফাঁস মন্তব্য করে বলেছেন, যদি বিজেপির অফিসে নিরাপত্তারক্ষী রাখতে হয়, তবে অগ্নিবীররা অগ্রাধিকার পাবে! এই কথা শোনার পর বিতর্ক যে আরও বেড়েছে তা বলাই বাহুল্য। এবার অনেকের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা আসলে এরই বিরুদ্ধে প্রতিফলন। মমতার কথায়, বিজেপি আসলে গুন্ডা তৈরি করতে চাইছে তাই চার বছরের ললিপপের লোভ দেখানো হচ্ছে।

যদিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, মমতা যা বলেছেন তা কুৎসিত। ভারতীয় সেনাবাহিনীকে তিনি অপমান করা ছাড়া আর কিছু করেননি। এর বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েই বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। কিন্তু বিষয় যাই হোক, এই প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ কিন্তু থামছে না। ইতিমধ্যেই একাধিক রাজ্য ভীষণ রকম উত্তাল হয়েছে। কিন্তু কেন্দ্র স্পষ্ট করেছে যে, ‘অগ্নিপথ’ প্রকল্প কিছুতেই প্রত্যাহার করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *