কলকাতা: আরও একবার তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন নির্বাচিত হলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ছিল। সেখানে চেয়ারপার্সন পদে ফের নির্বাচিত হয়ে দলের কর্মীদের দলকে আরও শক্ত করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- #Budget2022: দেশজুড়ে খুলছে ‘টেলি মেন্টাল হেল্প সেন্টার’, বাজেটে মানসিক স্বাস্থ্য জোর
এদিন তিনি বলেন, অনেক ঝড়, ঝঞ্ঝা পেরিয়ে আজ তৃণমূল কংগ্রেস এই জায়গায় এসেছে। তাঁকে এবং তাঁর দলকে সমর্থন করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে, সারা দেশ থেকে বিজেপিকে হঠানোর বার্তা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের একবার দিয়েছেন তিনি। মমতা মনে করিয়ে দেন, ২০১৬ সালেই নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই প্রেক্ষিতে তাদের ধন্যবাদ জানিয়েছেন মমতা। পাশাপাশি বলেন, কংগ্রেস বরাবর লড়াই করেছে উত্তরপ্রদেশকে ভিত্তি করে, বিজেপি লড়েছে গুজরাটকে ভিত্তি করে। আর তৃণমূল লড়ছে পশ্চিমবঙ্গকে সামনে রেখে। এই প্রসঙ্গে মমতা জানান, তৃণমূল কংগ্রেসের অন্য নাম, সংগ্রাম, আন্দোলন। মমতা এদিন বাজেট, ত্রিপুরা প্রসঙ্গ টেনে এনেও বিজেপিকে একহাত নিয়েছেন। ভাষণের মধ্যে দিয়ে বিজেপি মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন তিনি।
তৃণমূলের সাংগঠনিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় দল তৃণমূল কংগ্রেসকে ভোট করানোর জন্য নির্বাচন কমিশন মার্চ পর্যন্ত সময় দিয়েছিল। কিন্তু তারা এগিয়ে থাকেন, তাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সেই ভোট সম্পন্ন করেছেন বলে দাবি মমতার। জানান, যে আজ নেতাজি ইন্ডোরে বিভিন্ন রাজ্য থেকেই নেতারা এসেছেন। যশবন্ত সিনহা, সুস্মিতা দেব সহ আরও অনেকের নাম উল্লেখ করেন তিনি।