‘নিজের দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম’, মন্তব্য ক্ষুব্ধ মমতার

‘নিজের দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম’, মন্তব্য ক্ষুব্ধ মমতার

c19f4c997a294dc029b96a20abd199f4

পুরুলিয়া: রাজস্বের হিসেবে নাকি গরমিল। এই ইস্যুতে পুরুলিয়া জেলার প্রশাসনিক বৈঠকে কার্যত রণংদেহী মূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি পুরুলিয়ার জেলাশাসককে কড়া বার্তা দিলেন তিনি। এমনকি স্পষ্ট জানালেন যে তিনি পারলে চারটে থাপ্পড় মারেন! কিন্তু কাকে? আসলে কী ব্যাপার? পুরোটাই বোঝা গেল এই প্রশাসনিক বৈঠক থেকেই।

আরও পড়ুন: বিচার ব্যবস্থাকে নিয়ে কটাক্ষ! অভিষেকের বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টে

মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান হয় যে, ইটভাটা থেকে পাওয়া রাজস্বের হিসেব নেই। সবই নাকি চলে যায় সরকারি কর্মচারীদের কাছে। সবাই নাকি এভাবেই নিজেদের ‘পকেট’ ভরেন। এই অভিযোগ শুনতেই ক্ষোভে রীতিমতো ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলাশাসককে প্রবল ভর্ৎসনা করে তিনি বলেন, এগুলো করছে প্রশাসনের নীচের তলার কর্মীরা। এত কিছু দিচ্ছি মানুষকে, তবু কয়েকজন এত লোভী কেন হয়ে গিয়েছে। আর কত চাই? এই প্রশ্ন করেন তিনি। এই প্রেক্ষিতেই তাঁর ক্রুদ্ধ বার্তা, ”আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম।” একই সঙ্গে মমতা এও বলেন, গরীব মানুষের একটিও অভিযোগ তিনি মেনে নিতে পারেন না। তাঁর সহ্য হয় না।

আসলে স্থানীয় ইটভাটা থেকে ভালো পরিমাণ রাজস্ব আদায় হয় সরকারের। কিন্তু এই প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূলের এক নেতা অভিযোগ করে জানান, যে সরকারি অর্থ আদায় হয়, তার হিসেব পাওয়া যায় না। সরকারি যারা কর্মচারী আছেন তাদের কাছেই বেশিরভাগ অর্থ পৌঁছে যায়। দীর্ঘ দিন ধরেই এই বিষয়টি চলে আসছে। অভিযোগ উঠতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলশাসককে কার্যত প্রশ্ন বাণের সামনে ফেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *