‘তৃণমূলের ৯৯.৯ শতাংশ লোক সৎ’, নিশ্চিতভাবে বলছেন মমতা

‘তৃণমূলের ৯৯.৯ শতাংশ লোক সৎ’, নিশ্চিতভাবে বলছেন মমতা

কলকাতা: আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধির চেষ্টা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান তাঁরা যে চাপে আছে তা বলাই যায় কারণ ইতিমধ্যেই দুজন দুই মামলায় জেলবন্দি, আবার অনেকেই আছেন সিবিআই-ইডির র‍্যাডারে। কিন্তু আরও একবার দলের নেতাদের প্রশংসা করে দলীয় কর্মীদের সাহস যোগালেন মমতা। বললেন, তৃণমূলের ৯৯.৯ শতাংশ লোক সৎ।

আরও পড়ুন- মামলার আবহেই পুজোর অনুদান সংক্রান্ত নির্দেশিকা জারি রাজ্যের

দুর্নীতি ইস্যুতে অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে। কিন্তু মমতার কথায়, তৃণমূলের ৯৯.৯ শতাংশ লোক স্বচ্ছ, সৎ এবং সমাজসেবায় ভীষণ উদ্যোগী। একজন, দুজন খারাপ কাজ করলে আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু তার জন্য পুরো দলটাকে চোর বলে কেউ কেউ কুৎসিত ভাষায় আক্রমণ করবে তা হবে না। এক্ষেত্রে সিপিএমকেও একহাত নেন তিনি। বলেন, সিপিএমের বিড়াল বেরিয়ে পড়েছে। তারা নাকি কোনও অন্যায় করেনি। ৩৪ বছরের একটা ফাইলও পাওয়া যাচ্ছে না। মমতা আরও একবার হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি চাইলে জেলে ভরতে পারতেন, কিন্তু তা করেননি। সিপিএম আমলে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি যায়নি।

মূলত আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এই অধিবেশন ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা কেষ্টকে সমর্থন করে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ”যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরও তিনগুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওঁকে জেল থেকে বের করে আনবেন। বীরভূম জেলা হারতে জানে না, হারতে শেখেনি।” একই সঙ্গে বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, কেষ্টকে জেলবন্দি রেখে ভেবেছে দুটো লোকসভা আসন দখল করবে। ভাবছে তৃণমূলের কয়েক জন নেতাকে গ্রেফতার করলে কর্মীরা ভয় পেয়ে যাবে। কিন্তু তা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =