কলকাতা: চার পুরসভাতেই সবুজ ঝড়। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর, এই চার পুরসভা তৃণমূলের হাতে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই চারটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই প্রেক্ষিতেই দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই জয় মানুষের জয় এবং আরও নম্র হয়ে কাজ করতে হবে মানুষের জন্য।
আরও পড়ুন- সবুজ ঝড়েও ব্যতিক্রমী জিতেন্দ্রর স্ত্রী, জিতলেন ভোটে
আজকের এই জয়ের পর মমতার বক্তব্য, চার কেন্দ্রেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং মানুষের ভোটে তারা জয় পেয়েছেন, তাই তিনি খুশি। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে, এমনটাই জানান তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই প্রেক্ষিতেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, মানুষের জন্য আরও নম্রভাবে কাজ করতে হবে কারণ এই জয় মানুষের জয়। একই সঙ্গে বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে বিধানসভা ভোটে জয় পেয়েও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের জন্য বিজেপি কিছুই কাজ করেনি। শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। মানুষ পুরভোটে তারই জবাব দিয়েছেন। সেই কারণেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা আরও বেশি করে ভোট পেয়েছে।
এছাড়াও আজ বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শিলিগুড়ির মেয়র হবেন গৌতম দেব৷ তবে বিধাননগর পুরনিগমের মেয়র কে হবেন তা এখনও চূড়ান্ত নয়৷ আলোচনার মাধ্যমে তা ঠিক করা হবে। উল্লেখ্য, এই প্রথম শিলিগুড়ি পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস।