‘এত বড় ভুঁড়ি কেন? কী ব্যায়াম করেন?’ ঝালদার চেয়ারম্যানকে প্রশ্ন মমতার

‘এত বড় ভুঁড়ি কেন? কী ব্যায়াম করেন?’ ঝালদার চেয়ারম্যানকে প্রশ্ন মমতার

84fdf2c9aaa9839b67e5394fc4936c10

পুরুলিয়া: সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে সরকারি আধিকারিকদের থেকে জানতে চান মমতা, তারাও মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের মতো তথ্য দিতে থাকে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে ওঠেন ঝালদার চেয়ারম্যান সুরেশ আগরওয়াল। তিনি দাঁড়িয়ে কিছু বলা শুরু করতেই হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভুঁড়ি নিয়ে প্রশ্ন করেন। মুখ্যমন্ত্রীর এই আকস্মিক প্রশ্নে প্রথমে থতমত খেয়ে যান সুরেশ, কিন্তু পরে বেশ সাবলীল ভাবেই উত্তর দেন।

আরও পড়ুন- ‘নিজের দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম’, মন্তব্য ক্ষুব্ধ মমতার

মুখ্যমন্ত্রী তাঁকে প্রশ্ন করেন, ”আপনার এত বড় ভুঁড়ি কেন?” জবাবে কিছুটা অপ্রস্তুতে পড়ে সুরেশ জানান, ”দিদি, না আমার সুগার আছে, না আমার প্রেশার আছে। আমি রোজ তিনঘণ্টা ব্যায়াম করি।” এই কথা শুনে বিশ্বাস করেন না মমতা। বলেন, ”কিছু তো ডেফিনেটলি আছে। নিশ্চয়ই লিভারটা বড়! কিছু না থাকলে এত বড় মধ্যপ্রদেশ হয় কী করে!” এরপর ব্যায়ামের প্রসঙ্গ টেনে তিনি তাঁকে জিজ্ঞেস করেন, ”কী ব্যায়াম করেন?‌ দেখান তো দেখি।” সুরেশ তখন প্রাণায়ামের কিছু দেখাতে শুরু করেন। তখন মমতা বলেন, ”আপনি প্রাণায়ম করছেন তো। দিনে কত বার করেন?” সুরেশ জবাব দেন, ”এক হাজার বার দিদি।” তবে মমতা সেটাও বিশ্বাস করেননি।

ঝালদার চেয়ারম্যানকে এবার তিনি সরাসরি বলেন, ”এখন করে দেখান তো দেখি। আপনি এতবার করতেই পারেন না। স্টেজে এসে করে দেখান তাহলে এখনই ১০ হাজার টাকা দেব।” তবে সুরেশ জানান, বিকেল ৫ টার পর এটা করা যায় না। হয় সকালে, নয় বিকেলের পর করতে হয়। তিনি পরে এটা করে দেখাতে পারেন। কিন্তু এখন নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *