পাহাড়ের ফলে অত্যন্ত খুশি মমতা, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

পাহাড়ের ফলে অত্যন্ত খুশি মমতা, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: প্রথমবার পাহাড়ে জিটিএ নির্বাচনে লড়েছিল তৃণমূল কংগ্রেস। আর তাতেই ভালো ফল করেছে ঘাসফুল শিবির। ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ টি আসনে জিতেছে তারা। এই আসনগুলির মধ্যে ডালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি। এই জয়ের জন্য তিনি মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। পাহাড়ের মানুষের জন্য রয়েছে তাঁর অভিনন্দন।

আরও পড়ুন- ঝালদা উপনির্বাচনে ফের জয়ী কংগ্রেস, অন্তর্ঘাতের অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী

এদিন মমতা টুইট করে বলেন, ”উত্তর থেকে দক্ষিণে বাংলার ভোটাররা আবার তাঁদের ভালোবাসা দেখিয়েছে মা-মাটি-মানুষের প্রার্থীদের। পাহাড়েও গণতন্ত্র হাসছে। সকলকে জানাই স্যালুট এবং অভিনন্দন।” তৃণমূল সুপ্রিমো আরও বলেন, যে ভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে পাহাড়ে তাতে তিনি সেখানকার মানুষকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছেন। সব ফল নিয়ে তিনি খুবই খুশি হয়েছেন। প্রসঙ্গত, জিটিএ নির্বাচনে ৪৫ টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়ে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বোর্ড গঠন করবে। তাঁর দল পেয়েছে ২৭ টি আসন। এছাড়া, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ৮ টি আসনে জয়ী হয়েছে। তৃণমূল ছাড়াও নির্দল পেয়েছে ৫ টি আসন।

এদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেও তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হয়েছে। ২২ টি গ্রাম পঞ্চায়েতের ২০ টি অর্থাৎ ৪২৩ টি আসনের মধ্যে ৩১১ টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস। অনেকটা পিছিয়ে বিজেপি দখল করেছে গ্রাম পঞ্চায়েতের ৭৪ টি আসন। কংগ্রেসের দখলে গিয়েছে ১৬ টি। সিপিএম ১২ টি আসন পেয়েছে। আবার সদ্য নির্বাচিত কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ার পর ওই আসনে তাঁর স্ত্রী মীনাক্ষী দত্তকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। সেই পানিহাটি থেকে জয়ী হয়েছেন মীনাক্ষী৷ শুধু জয়ী নয়, ২ হাজার ২৭৪ ভোটে জিতেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 5 =