আগের ৫ বাণিজ্য সম্মেলন থেকে কী হয়েছে? প্রশ্ন উড়ে এল মমতার দিকে

আগের ৫ বাণিজ্য সম্মেলন থেকে কী হয়েছে? প্রশ্ন উড়ে এল মমতার দিকে

984ded90bc2cb8771163134c62abc96d

কলকাতা: করোনা কালের বিরতির পর আজ ফের শুরু হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রথম দিনেই বড় বিনিয়োগের ঘোষণা করেছেন আদানি, জিন্দালরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার শিল্প নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে বাংলা শিল্পের আদর্শ জায়গা। কিন্তু বিজেপি প্রথম থেকেই কটাক্ষ করে আসছে এই বাণিজ্য সম্মেলনকে। দিলীপ ঘোষ থেকে শুরু করে  সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সকলেই একহাত নিয়েছেন। এবার মমতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপির অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী।

আরও পড়ুন- জনপ্রিয়তার শীর্ষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু কেন?

f3819f43327cdd65096fe1ac3dba64de

বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে বিধায়ক অশোক লাহিড়ীর প্রশ্ন, গত পাঁচটি বাণিজ্য সম্মেলনে আসা কত বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়িত হয়েছে? সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি আরও বলেন, এর আগে পাঁচটি সম্মেলন হয়ে গিয়েছে এবং মোটামুটি প্রায় ১২ লক্ষ ৩০ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা হয়েছে। তবে এর মধ্যে কত কী বাস্তবায়িত হয়েছে তা জানতে হবে। এই প্রেক্ষিতে কোথায় কী হয়েছে, কত টাকার লগ্নি ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তার তালিকা চেয়েছেন বিজেপি বিধায়ক। তাঁর কথায়, তালিকা পেয়ে বাংলার মানুষের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। পাশাপাশি তাঁর পরামর্শ, রাস্তাঘাট, বন্দর ও প্রশাসনের স্বচ্ছতার অভাব রয়েছে বাংলায়। সেগুলি দূর করতে হবে আগে।

এদিন অবশ্য বাণিজ্য সম্মেলনের শুরুতেই বাংলার সরকারকে একহাত নিয়েছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের বক্তব্য, এটা নতুন নাটক ছাড়া কিছুই নয়। কারণ দু-তিন বছর আগে থেকে শুধু হোডিং দিয়ে রাখা হয়, যেখানে মুখ্যমন্ত্রীর হোডিংও থাকে। কিন্তু পরে সব উধাও হয়ে যায় মুখ্যমন্ত্রীর হোডিং ছাড়া। মানুষ কোথাও যেতে পারে না, জঙ্গলে গরু, ছাগল ঘুরে বেড়ায়। যা বলা হয় তার কিছুই করা হয়নি আজ পর্যন্ত। এগুলো নাটক ছাড়া কিছুই নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *