আলিপুরদুয়ার: বুধবার আলিপুরদুয়ারের হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে ধামসা মাদলের তালে নাচতে দেখা গিয়েছে, পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে চা শ্রমিকদের জন্য বড় ঘোষণাও করেছেন তিনি। বর্তমান রাজ্য সরকার চা শিল্পের উন্নয়নে যেমন নজর দিয়েছে তেমনই শ্রমিকদের নিয়েও ভেবেছে, এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ীই ঘোষণা করেন, চা শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা।
আরও পড়ুন- বিজেপিতেই আছেন মুকুল রায়! স্পষ্ট করে দিলেন অধ্যক্ষ
এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা জানান, চা শ্রমিকদের বেতন বাড়ানো হচ্ছে ১৫ শতাংশ। কিন্তু এই বেতন বৃদ্ধি অন্তর্বর্তীকালীন। যদিও কবে থেকে বেতন বৃদ্ধির নির্দেশ কার্যকর হবে, তা এখনও জানা যায়নি। বর্তমানে দিনপ্রতি তাঁরা বেতন পান ২০২ টাকা। এবার সেই বেতন আরও ১৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা করার পাশাপাশি তিনি বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, তারা শুধু ভোট এলে উত্তরবঙ্গের কথা চিন্তা করেন। ভোট মিটে গেলে আর কাউকে দেখা যায় না। মমতা আরও বলেন, ভোটের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেয় ওরা। চা বাগান খুলবে, বোনাস দেবে। কিন্তু আদতে বাস্তব রূপ পায় না কিছুই। কিন্তু তৃণমূল সরকার প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে জানে, এমনই দাবি তাঁর।
বেতন বৃদ্ধির ঘোষণা করার পাশাপাশি মমতা আজ এও জানান, ‘চা সুন্দরী’ প্রকল্পে শ্রমিকদের জন্য বাড়ি তৈরি করা হবে, একইসঙ্গে আদিবাসীদের দ্রুত জমির পাট্টা বিলিও করা হবে। আদিবাসীদের জমির মালিক শুধু আদিবাসীরাই হবেন, তাদের জমি কেউই আর কাড়তে পারবে না। এমনই আশ্বাসের কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখ থেকে।