কলকাতা: হাতে গোনা কয়েক দিনের মধ্যেই উত্তরপ্রদেশ নির্বাচন। সেই কারণে কিছু দিন আগেই সমাজবাদী পার্টি সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ‘দূত’ হয়ে দলের নেতা কিরণময় নন্দ তৃণমূল কংগ্রেস প্রধান তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে যান। জানা যায়, অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন তাঁর দলকে আসন্ন নির্বাচনে সমর্থন করার জন্য। সেই প্রেক্ষিতে আজ লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাজ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপিকে একহাত নিলেন।
আজ মমতা বলেন, তিনি অখিলেশ যাদবের দল, সমাজবাদী পার্টিকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমর্থন করার জন্য লখনউ যাচ্ছেন। তিনি চান বিজেপি এই ভোটে হারুক এবং সমাজবাদী পার্টি জিতুক। মমতা মনে করেন, সব অ-বিজেপি দলগুলিকে একজোট হওয়া উচিত এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামা উচিত। তাই আসন্ন নির্বাচনে তিনি বিজেপির বিরুদ্ধে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকেই সমর্থন করবেন। পাশাপাশি তিনি আরও জানান, অখিলেশ যাদব যে লড়াই করছেন তাতে সবার উচিত তাঁর পাশে থাকা। তাই যোগী রাজ্যে ভোটে লড়াই না করলেও তিনি তাঁর সমর্থনে সেখানে যাচ্ছেন বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দেশের কোভিড গ্রাফে নজর দিয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাই সরাসরি প্রচার না করতে পারলেও অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল সভায় যোগ দেবেন মমতা। ২ দফায় উত্তরপ্রদেশে ভার্চুয়াল প্রচার করবেন তিনি। লখনউ এবং বারাণসীতে প্রচার হবে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছিল যে সমাজবাদি পার্টির থেকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে নিজেদের জন্য আসন দাবি করতে পারেন তৃণমূল সুপ্রিমো। যদিও, মমতা আসন চাইলে তা কটা চাইবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু এখন এটা স্পষ্ট যে মমতার দল সেখানের ভোটে লড়বে না। কারণ আজই তিনি নিজে পরিষ্কার করে বলে দিয়েছেন যে, অখিলেশের সমর্থন বাড়ানোর জন্যই তিনি সেখানে যাচ্ছেন।