‘উদ্বাস্তুরা সকলেই নাগরিক’, জমির দলিল প্রদান করলেন মমতা

‘উদ্বাস্তুরা সকলেই নাগরিক’, জমির দলিল প্রদান করলেন মমতা

কলকাতা: রাজ্যের উদ্বাস্তু এবং তাদের থাকার জায়গা নিয়ে যে তিনি প্রথম থেকেই ভেবেছেন তা আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আরও একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল প্রদান কর্মসূচি পালিত হল এবং নেতাজি ইন্ডোর থেকেই সকলকে জমির পাট্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মনে করালেন তাঁর যাদবপুরের সাংসদ কালের কথা।

আরও পড়ুন- লাল ঝাণ্ডা ছাড়াই রেল লাইনে কাজ! ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা আপ বর্ধমান লোকালের

যারা আজ জমির পাট্টা পেয়েছেন তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, তারা জীবনের অনেক লড়াই এবং সংগ্রাম করে আজ এই জায়গায় এসেছেন। অবশেষে নিজের জীবন নিজের মতো করে বাঁচার, নিজের ঠিকানা খুঁজে পেয়েছেন তারা। এই জন্য সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন তিনি। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্র জানান যে, রাজ্য সরকার প্রায় ২৬১ উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছে। রাজ্য সরকারের যতগুলি কলোনি আছে সবকটি আইনত স্বীকৃত। এটা পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ নিয়েছে। যারা এখনও পাট্টা পাননি তারা সময় সময়ে তা পেয়ে যাবেন বলেও আশ্বাস দেন মমতা। তিনি আরও বলেন, রাজ্য সরকারের এই পদক্ষেপের জন্য তাদের আর কোনও দিন সেখান থেকে উচ্ছেদ করা যাবে না। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের জমিতে যারা থাকেন যেমন রেল বা কোল, সেখান থেকে তাদের উচ্ছেদ করে দেওয়া হয়। কিন্তু এই নিয়েও রাজ্য ব্যবস্থা নিয়েছে। সেটার জন্যও একটা আইন করা হয়েছে বলে অবগত করেন তিনি।

সরকারি জমি ছাড়াও, অনেক বেসরকারি জমিতে উদ্বাস্তুরা অনেক দিন বা বছর ধরে রয়েছেন। সেই জমি থেকেও যাতে তাদের উচ্ছেদ না করা যায় সেই নিয়েও আইন এনেছে রাজ্য সরকার, এমনটাই আজ নেতাজি ইন্ডোর থেকে স্পষ্ট করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে, তিনি নিজে জীবনে অনেক উদ্বাস্তু নিয়ে আন্দোলন করেছেন। যাদবপুরে যখন তিনি প্রথম জেতেন তখন সেখানকার মানুষদের প্রথম যে চাহিদা ছিল সেটাও তিনি মিটিয়েছেন আইন সংশোধন করে। জানিয়েছেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 17 =