কলকাতা: কেন্দ্রীয় সরকার যে সিবিআই, ইডির মতো গোয়েন্দা সংস্থাকে নিজেদের মতো করে ব্যবহার করছে তা অনেক আগে থেকেই দাবি করে আসছে বিরোধী শিবির। মূলত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই নিয়ে আওয়াজ তুলেছে। খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে একাধিকবার আলোকপাত করেছেন। যত দিন যাচ্ছে এই অভিযোগ আরও জোরাল হচ্ছে। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিয়ে বড় মন্তব্যই করে বসলেন তিনি। সিবিআই-ইডির মতো সংস্থাগুলিকে স্বায়ত্তশাসন দেওয়ার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়! আজ নবান্ন থেকে কেন্দ্রকে তোপ দাগতে গিয়ে এই কথাই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- ‘ক্ষমতা থাকলে CRPF ছাড়া আয়, মোদী-শাহ বাঁচাতে পারবে না..’ শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল নেতার
মমতা এদিন বলেন, কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই রাজনৈতিক স্বার্থে সিবিআই এবং ইডির মতো সংস্থাগুলিকে ব্যবহার করে আসছে। বিরোধীদের অধিকার খর্ব করতে এবং তাদের অপদস্ত করতেই তাদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতেই তাঁর বক্তব্য, দেশকে ‘এজেন্সি রুল’ থেকে বাঁচাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির স্বায়ত্তশাসন প্রয়োজন। মমতার কথায়, সব এজেন্সি খারাপ নয়, কিন্তু তাদের ওপর রাজনৈতিক চাপ থাকে। ওরা নিজেদের মতো কাজ করতে পারছে না, সমস্যার সম্মুখিন হচ্ছে। নাম না করে তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, তাদের দু’জনের হাতেই ক্ষমতা রয়েছে, তারাই সংস্থাগুলিকে চালান।
এই বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে হিটলার, মুসোলিনির প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশে যা হচ্ছে তিনি মানতে আর পারছেন না। এত নিকৃষ্টমানের রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে যা হিটলার, স্ট্যালিন, মুসোলিনিও করেনি। তাই তিনি নিজের দাবি মতো দ্রুত পদক্ষেপ চান।