কলকাতা: রেকর্ড ভিড়, শ্লেষ, কটাক্ষ ভরা ভাষণ, শহিদ স্মরণ, সব শেষে পরপর স্লোগান… এইভাবেই শেষ হল ২০২২ সালের তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই। মঞ্চে ওঠার প্রথম থেকেই বিজেপি সরকারকে নিশানা করে রেখেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটি থেকে শুরু করে ইডি-সিবিআই ইস্যু, কর্মসংস্থান থেকে গণতন্ত্র ভাঙার ইস্যু, গ্যাসের দাম বৃদ্ধি থেকে বিজেপি সরকার হটানোর ডাক, সবই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে। শেষে একে একে স্লোগান তুলে দলের কর্মী-সমর্থকদের আরও উজ্জীবিত করলেন তিনি।
আরও পড়ুন- ‘বিজেপির মেরুদণ্ড বাঁকা’, মঞ্চে উঠেই নিশানা মমতার
বিজেপি সরকারকে একহাত নিয়ে এদিন মমতা স্লোগান দেন, ”চব্বিশে বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো”। এছাড়াও তাঁর গলায় শোনা গেল ”জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক”। পাশাপাশি বাংলার সাধারণ মানুষকে তিনি বলেন, ”গ্রাম-বাংলায় স্লোগান তুলুন, বিজেপি হঠাও, দেশ বাঁচাও”। একই সঙ্গে শুধু বাংলায় নয়, অন্যান্য একাধিক রাজ্যে ভোটে জেতার টনিক এদিন দিয়ে দিলেন তিনি। মমতার কথায়, অসম, গোয়া, মেঘালয়, ত্রিপুরা, উত্তরপ্রদেশ সব জায়গায় জিততে হবে। তবে মনে করান, ‘বন্ধু’দের সঙ্গে থাকবেন তিনি, তবে ভোটেও লড়বেন। মমতা চান, ভারতে একটা আদর্শ রাজনৈতিক দল থাকুক, তার নাম তৃণমূল।