জোর করে জমি নেওয়া হচ্ছে না! ডেউচা নিয়ে বড় ঘোষণা মমতার

জোর করে জমি নেওয়া হচ্ছে না! ডেউচা নিয়ে বড় ঘোষণা মমতার

কলকাতা: ডেউচা পাচামি জমি ইস্যুতে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। রাজ্য সরকার এই সংক্রান্ত ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে চাপানউতোর চলছে। তবে আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট জানিয়ে দিলেন যে, জোর করে ওখানে জমি নেওয়া হচ্ছে না। যে সদিচ্ছায় জমি দেবে তার জমিতে কাজ হবে। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ওখানে প্রকল্প সফল হলে বাংলায় কয়েক লক্ষ চাকরি হবে।

আরও পড়ুন- ‘বুথ দখল করলে, ইভিএম ভাঙব, ইতিহাস করব’, হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা কুণাল

মমতার বক্তব্য, তিনি চান সেখানে স্থানীয় মানুষেরা চাকরির সুযোগ পান। বীরভূম থেকে শুরু করে বর্ধমান, হুগলি জেলা সহ একাধিক জেলার লক্ষাধিক মানুষ যদি চাকরি পায় তাহলে শিল্পক্ষেত্রে আরও অগ্রসর হবে বাংলা। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর বার্তা, সবকিছুতেই রাজনীতি না করে সবাই যেন একজোট হয় এই ক্ষেত্রে। জমি সংক্রান্ত ইস্যু নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা কার্যত নস্যাৎ করে দিয়ে তিনি আজ জানিয়ে দিয়েছেন, ওখানে জোর করে কোনও জমি নেওয়া হচ্ছে না। যে জমি দেবে তার জমিতে কাজ হবে এবং যে জমি দেবে না সেটা বাদ দিয়ে কাজ করা হবে। তবে তিনি মনে করেন এই ধরনের সুযোগ কেউ ছাড়তে চাইবে না। তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ যে এলাকায় কেউ কেউ সরকারের নামে মিথ্যে অভিযোগ করছে এবং সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। কিন্তু তিনি তাদের স্পষ্ট বার্তা দিয়ে বলেন যে তাঁকে ভরসা করলে তারা ঠকবেন না। সবাই ন্যায্য অধিকার পাবে।

আসলে এই প্রকল্পের সিদ্ধান্ত যখন রাজ্য সরকার নিয়েছিল তখন আদিবাসী সমাজের একাংশ দাবি করেছিল যে সরকার তাদের কথা ভেবে দেখেনি। তাদের সঙ্গে কথা না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কারণে অনেকেই মনে করছেন যে তাদের পরবর্তী ক্ষেত্রে উৎখাত হয়ে যেতে হবে। সেই কারণে এই সরকারি প্রকল্পের বিরোধিতা করেছিল তারা। কিন্তু রাজ্যের তৃণমূল সরকার বরাবর তাদের সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে এসেছে। আজ নবান্নে সেটাই আরো একবার ভালো করে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =