পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, চলতি মাসেই বাঁকুড়া, পুরুলিয়া সফরে মুখ্যমন্ত্রী

পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, চলতি মাসেই বাঁকুড়া, পুরুলিয়া সফরে মুখ্যমন্ত্রী

কলকাতা:  চলতি মাসেই তিন দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ মে তিনি পুরুলিয়া সফরে যাবেন বলে জানা গিয়েছে। সেখানে কর্মিসভার পাশাপাশি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি ১ জুন তারিখে তাঁর বাঁকুড়া যাওয়ার কথা রয়েছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। 

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ৩১ মে পুরুলিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মিসভা করবেন। তবে প্রশাসনি বৈঠক হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। কর্মিসভা হওয়ার সিদ্ধান্ত নিশ্চি হওয়ার পরেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের জেলা পরিষদে। জেলার শীর্ষ স্থানীয় নেতারা ইতিমধ্যে স্থানীয় মাঠ পরিদর্শনে বেরিয়েছেন। তবে পুরুলিয়ার কোথায় কর্মিসভা হবে. সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। 

ইতিমধ্যে পুরুলিয়া পৌঁচেছেন মলয় ঘটক। তৃণমূলের জেলা সভাপতি বলেন, আরও কয়েকটা মাঠ দেখার পরেই মলয় ঘটক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার মাটিতে পা রাখবেন। পুরুলিয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বাঁকুড়া যাওয়ার কথা রয়ছে। বাঁকুড়াতেও তৃণমূল সুপ্রিমোর কর্মিসভা করার কথা রয়েছে। 

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সফরের আগেই নড়েচড়ে বসেছে বাঁকুড়ার জেলা নেতৃত্ব। কোথায় কর্মিসভা হবে, সেই বিষয়ে বাঁকুড়া তৃণমূল এখনওচূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গিয়েছে। বাঁকুড়ার সতীঘাট ও তামলিবাঁধ ময়দান ঘুরে দেখা হয়। সেই সময় বাঁকুড়ার তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা ছিলেন বলে জানা গিয়েছে। দলের সুপ্রিমো জেলার  উন্নয়ন মূলক কাজ নিয়ে যাতে কোনও অভিযোগ করতে না পারেন, সেই বিষয়েই জেলা নেতৃত্ব বেশি গুরুত্ব দিচ্ছে। বিধানসভা নির্বাচনের পর পুরুলিয়ার মতো বাঁকুড়াতেও প্রথমবারের জন্য যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। ২০২১ সালের ২৪ মার্চ বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি বাঁকুড়া গিয়েছিলেন বলে জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 12 =