কলকাতা: ভুল করে কেউ যেন না বলে যে তৃণমূলের সবাই চোর। তাহলে পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। সম্প্রতি এমন মন্তব্য করে বিতর্কের শিরোনামে এসেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিরোধীদের উদ্দেশে তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। দলের সাংসদ দিলীপ ঘোষ পাল্টা অনেক কথাই বলেছেন। আবার তিনি তৃণমূলকে বস্তির পার্টি বলেও কটাক্ষ করেছেন। এবার এই ইস্যুতে সৌগত রায়ের সঙ্গে সহমত পোষণ করে সেই ‘তাল’ হুঁশিয়ারিই দিলেন ত্তৃণমূল বিধায়ক মদন মিত্র। ঠিক কী বললেন তিনি?
আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডে টাকা অমিল, পুজো কমিটিকে ৬০ হাজার? হাই কোর্টে জনস্বার্থ মামলা চিকিৎসকের
মদনের বক্তব্য, কিছু দিন আগে জন্মাষ্টমী গিয়েছে। এখনও বহু তাল গাছে রয়েছে। বিজেপির উল্টোপাল্টা কথায় আর একটু ঝড় হলে এই তালগুলি বিজেপির পিঠে পড়বে। তৃণমূল নেতার আরও খোঁচা, কোন তাল পড়বে তা তিনি জানেন না, তবে পিঠে তাল পড়তেই পারে। এক্ষেত্রে তিনি সৌগত রায়ের সঙ্গে একমত। তবে মদন এও জানিয়েছেন যে তিনি কাউকেই তা মারতে বলছেন না। আসলে দিলীপ ঘোষের দাবি, সুযোগ পেলেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ছুড়ে ফেলবে। তার প্রেক্ষিতেই এই মন্তব্য করে তাঁকে একহাত নিলেন মদন। তবে বিজেপি সাংসদ দিলীপ ঘোষও যে চুপ করে আছেন এমন নয়। তিনি বিতর্কিত কিছু মন্তব্য করেছেন।
সৌগত রায় বিরোধীদের জুতো মারার নিদান দিয়েছিলেন। তাঁর পাল্টা দিলীপের বক্তব্য ছিল, ‘‘মোটা কালো ধুমসা একটা সাংসদ আছে৷ খালি বলে জুতো মারবে। কিছুই করতে পারবি না। তোর কাপড় খুলে দেবে কালকে লোক। আমি বলছি কলার ধরে নিয়ে এসে গাছের তলায় জুতোপেটা করতে পারি।” এছাড়াও তৃণমূলের উদ্দেশে তিনি বলেছেন, বস্তির পার্টি বস্তির কালচার নিয়ে চলে।