কামারহাটি: বিতর্কিত মন্তব্যের জেরে মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে থাকেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। সম্প্রতি দলীয় শাসনের মুখেও তাঁকে পড়তে হয়েছিল ঠিক এই একই কারণে। কিন্তু মদন নিজের ‘ক্যারিশ্মা’ বজায় রাখতেই বেশি পছন্দ করেন। আর তাই এবার আরও বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় ফেলে দিলেন বাংলার রাজনীতিতে। তিনি দাবি করলেন, কোটি টাকা দিয়ে গুণ্ডা তোলা হচ্ছে বলে তাঁর কাছে খবর আছে। কিন্তু কেন? তাও জানালেন তিনি নিজেই।
আরও পড়ুন- ক্ষুব্ধ নির্দল প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা! ৪৮ ঘণ্টার ডেডলাইন তৃণমূলের
মদনের দাবি, আসন্ন পুরসভা নির্বাচনে ভোট লুঠ করার জন্য গুণ্ডা তোলা হচ্ছে এবং তার জন্য খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা। ভাঙড়, হাড়োয়া এইসব এলাকা থেকে গুণ্ডা তোলা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, ভোট লুঠ করতে কোথায়, কখন যেতে হবে, কী অস্ত্র নিতে হবে, এমন সব প্রশ্ন করে ফোন আসছে তাঁর কাছে! তিনি এও জানাচ্ছেন, তাঁর নাম করেই এইসব কাজ হচ্ছে এবং জানতে চাইলে বলা হচ্ছে, ‘মদনদার বিপদ, তাই যেতে হবে’। তৃণমূল বিধায়কের কড়া বার্তা, এই সব কিছু তিনি একদম বরদাস্ত করবেন না। তাঁর সামনে তৃণমূলের হয়ে ছাপ্পা ভোট হবে, এ তিনি মেনে নেবেন না। এই ইস্যুতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিধায়কের স্পষ্ট কথা, আগামী ২৭ তারিখের নির্বাচনে কোনও রকম গুণ্ডামি চলবে না।
গত চার পুরভোটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরাট জয় লাভ করেছে। কিন্তু বিজেপি সহ বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ তুলেছে তাদের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই দাবি করা হয়েছে আগামী পুরভোটে যেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয়। রাজ্য পুলিশে তাদের ভরসা নেই। ভোটে অশান্তির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থও হয়েছে বিজেপি। এখন মদন মিত্রের কথাতেও বোঝা গেল যে আসন্ন ভোটেও একটা অশান্তির বাতাবরণ তৈরি হতেই পারে। তার জন্য আগে থেকেই তিনি পুলিশের দারস্থ হওয়ার কথা বলেছেন।