কলকাতা: অর্জুন সিং দল বদল করবেন এই জল্পনা নিয়ে রবিবার তোলপাড় ছিল বাংলা। অবশেষে সেটাই হয়েছে। ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন অর্জুন। কিন্তু এই দল বদলের আগে তাঁর সম্পর্কে মন্তব্য করে হইহই আরও বাড়িয়ে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বলেছিলেন, অর্জুন সিংকে বুকে টেনে জড়িয়ে ধরতে কোনও অসুবিধা নেই তাঁর। দল বদলের একদিনের মধ্যেই এই দৃশ্য দেখা গেল। অর্জুনকে সত্যিই বুকে টেনে জড়িয়ে ধরলেন মদন।
আরও পড়ুন: মৌসম ভবন থেকে স্বস্তির বার্তা! কবে আসছে বর্ষা?
এদিন তৃণমূল কার্যালয়ে উপস্থিত ছিলেন একাধিক দলের নেতারা। চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক। ছিলেন অর্জুন সিং এবং মদন মিত্রও। সেখানেই তাঁকে জড়িয়ে ধরেন তিনি। গলায় লাল মালা দিয়ে স্বাগত জানান হয় অর্জুন সিংকে। এই সব ছবি ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে আগুনের মতো। রবিবার তৃণমূল যোগ দিয়েই বিজেপিকে একহাত নিয়েছিলেন অর্জুন সিং। দল বদলের কারণ হিসেবে বলেছিলেন, ”কিছু ভুল বোঝাবুঝিতে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যাই।”
তাঁর বক্তব্য ছিল, তৃণমূল কংগ্রেসের সংগঠন সারা বাংলা থেকে দেশের দিকে এগোচ্ছে। কিন্তু যে এলাকা থেকে তিনি রাজনীতি করেন, সেখানে জুটের বিষয়টি অবহেলিত হচ্ছিল। পাট শিল্প যে তাঁর সংসদীয় এলাকায় বঞ্চিত হচ্ছে সেটাই স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে বঙ্গ বিজেপির নেতৃত্বকে তাঁর খোঁচা, এসি ঘরে বসে তারা বাংলা চালাতে পারবেন না। এসি থেকে বেরিয়ে এসে মাঠে নামতে হবে।