রানি রাসমণির সঙ্গে এবার মমতার তুলনা! বিতর্কের কেন্দ্র বিশ্বজিৎ

রানি রাসমণির সঙ্গে এবার মমতার তুলনা! বিতর্কের কেন্দ্র বিশ্বজিৎ

9542ef04720d4c864d277e7fcd7bd8dc

বনগাঁ: তৃণমূল কংগ্রেস নির্মল মাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা সারদা দেবীর তুলনা টেনেছিলেন। যা নিয়ে তোলাপাড় হয়ে গিয়েছে রাজ্যে। বিরোধীরা তো বটেই এই মন্তব্য বা তুলনার তীব্র নিন্দা করেছে রামকৃষ্ণ মঠ। এবার নির্মল মাজির মতোই বিতর্কের কেন্দ্রে চলে এলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। যিনি সম্প্রতি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি মমতার সঙ্গে তুলনা করলেন রানি রাসমণির! আবারও নিন্দার ঝড় বইতে শুরু করেছে।

আরও পড়ুন- এক বছর পর ফের কলকাতায় মিঠুন, যাবেন বিজেপির পার্টি অফিসেও, জানালেন সুকান্ত

বনগাঁয় এক কর্মিসভায় যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রানি রাসমণির মতো কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ বছর সকলে মনে রাখবেন মুখ্যমন্ত্রীকে। কারণ তাঁর মতোই সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি! এই মন্তব্য নিয়ে এখন জোর সমালোচনা চলছে চারিদিকে। যে মঞ্চে বিধায়ক বিশ্বজিৎ দাস এই মন্তব্য করেছেন সেখানে উপস্থিত ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহ-সভাপতি তরুণ ঘোষ সহ আরও অনেকে। যুব নেতাদের মধ্যেও অনেকে ছিল।

স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এই ইস্যু নিয়ে। বিজেপির পক্ষ থেকে একহাত নিয়ে বলা হয়েছে, যিনি ১০০ টা কথার মধ্যে ৯৯ টা মিথ্যে বলেন তার সঙ্গে রানি রাসমণির তুলনা করা হচ্ছে, ভাবতে অবাক লাগে! বিশ্বজিৎ দাসের আরও একটু পড়াশুনা করা উচিত বলেও কটাক্ষ করেছে বিজেপি। সিপিএমের সংযোজন, তিনি কোন দলের নেতা নিজেই ঠিক করে বলতে পারবেন না। তাই নিজের আখের গোছানোর এবং দলের সামনের সারিতে উঠে আসার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *