ফের নিম্নচাপের পূর্বাভাস, চলতি সপ্তাহেও বৃষ্টি দক্ষিণবঙ্গে

ফের নিম্নচাপের পূর্বাভাস, চলতি সপ্তাহেও বৃষ্টি দক্ষিণবঙ্গে

কলকাতা: বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে চলতি সপ্তাহে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মঙ্গলবার এমনটাই খবর মিলল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে বলে খবর।  আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিললেও এই পরিষ্কার মেঘমুক্ত আকাশ সাময়িক বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।

 জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে সুন্দরবন, গোসাবা, কাকদ্বীপের মতো এলাকাতেই চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাত শুরু হবে। যদিও গত নিম্নচাপের প্রভাবেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই সমস্ত এলাকাতেই সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বলে খবর। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসের প্রভাবে সুন্দরবন সংলগ্ন একাধিক এলাকায় ভেঙেছে নদীর বাঁধ। ফলে জল ঢুকে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু গ্রামে। সেই পরিস্থিতি কাটিয়ে উঠে গতকাল অর্থাৎ সোমবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল দক্ষিণবঙ্গের পরিস্থিতি। মঙ্গলবার সকালে কলকাতাসহ দক্ষিণবঙ্গে একাধিক জেলাতেই রোদের দেখাও মিলেছিল। কিন্তু এরই মাঝে নতুন একটি নিম্নচাপের কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।

 হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। আবহাওয়া দপ্তরে তরফ থেকে আরো জানানো হয়েছে এই নিম্নচাপের প্রভাবে শুধুমাত্র বাংলা নয় ওড়িশাতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার দিনভর বৃষ্টির ব্যাটিং চলার পর শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সতর্কও করা হয়েছে। আগামীকাল থেকেই ফের উপকূলের এলাকাগুলিতে শুরু হবে নজরদারি।

 তবে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে কিন্তু এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই বলেই খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী এই নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গের কোন জেলাতেই তেমনভাবে পড়বে না বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nine =