টিটাগড়ের স্কুলে বিস্ফোরণ, সিবিআই তদন্ত চাইলেন লকেট, পাল্টা অর্জুন

টিটাগড়ের স্কুলে বিস্ফোরণ, সিবিআই তদন্ত চাইলেন লকেট, পাল্টা অর্জুন

3f66227d2f8898bc286e5985b8a28461

কলকাতা: ক্লাস চলাকালীন টিটাগড়ের স্কুলে ভয়াবহ বিস্ফোরণ৷ উড়ল স্কুলের ছাদ৷ উত্তর ২৪ পরগণার টিটাগড়ে সাউথ স্টেশন রোডের  একটি স্কুলে ঘটনাটি ঘটে৷ আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের পড়ুয়ারা৷ আতঙ্ক ছড়ায় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও৷ উত্তেজনা ছড়ায় এলাকাতেও৷ কারণ, স্কুলটি ঘন বসতিপূর্ণ এলাকায় অবস্থিত৷ ওই স্কুলে বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, নাকি ভিতরেই বোমা মজুত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ৷ বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে৷

আরও পড়ুন- স্কুল চলাকালীন টিটাগড়ের স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল ছাদের একাংশ, আতঙ্কে পড়ুয়ারা

এদিকে, খবর পেয়েই স্কুলে পৌঁছন বারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ তিনি বলেন, প্রশাসন সকাল থেকেই তৎপর রয়েছে৷ খুব শীঘ্রই অপরাধীকে ধরা পড়বে৷ কাউকে ভয় দেখানোর জন্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে৷ এমন অদ্ভূত ঘটনা আমাদের এলাকায় আগে কখনও ঘটেনি৷ সিপি-কে বলব দ্রুত ব্যবস্থা নিন৷

এদিকে লকেট চট্টোপাধ্যায় বলেছেন বাংলায় বোমার কারখানা রয়েছে৷ এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অর্জুন বলেন, ‘‘লকেট চট্টোপাধ্যায় কী বলছেন, কী না বলছেন, সেটা ওঁর ব্যাপার৷ তবে বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করলে, বাংলার মানুষ ওঁকে ক্ষমা করবে না৷’’ তাঁর কথায়, ‘‘অপরাধ সব জায়গায় আছে৷ অপরাধীকে কত দ্রুত ধরা যায়, সেটাই মূল কথা৷ অপরাধ কেউ বন্ধ করতে পারে না৷ আমাদের রাজ্যে পুলিশ যথেষ্ট সক্রিয়৷ অপরাধী ধরা পড়লেই এই বিস্ফোরণের কারণও জানা যাবে৷’’ সেই সঙ্গে বারাকপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতী যে রয়েছে সে কথাও স্বীকার করে নেন অর্জুন৷ তবে দুষ্কৃতীকে যে ধরাও হচ্ছে, তাতে কোনও সন্দেহ নেই বলেও দাবি সাংসদের৷ 

অন্যদিকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘পুরো বাংলাটাই সন্ত্রাসের আঁতুর ঘরে পরিণত হয়েছে৷ এখানে শুধু বোমা শিল্প রয়েছে৷ ছোট বাচ্চাদেরও রেয়াত করা হচ্ছে না৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে  ভাবে বলেছেন মাথায় গুলি করতাম, এগুলো তারই প্রতিক্রিয়া৷ গুলি করতে পারতাম মানে বোমাও ছুড়তে পার৷ এই ঘটনায় সিবিআই তদন্ত হওয়া উচিত৷ সিআইডি তদন্তভার নিলে, আসল সত্য চাপা দেওয়ার চেষ্টা করবে৷