সৌরভের বাড়ির নৈশভোজ নিয়ে চরম খোঁচা কুণালের, দিলীপকে ছবি দেখিয়ে কটাক্ষ

সৌরভের বাড়ির নৈশভোজ নিয়ে চরম খোঁচা কুণালের, দিলীপকে ছবি দেখিয়ে কটাক্ষ

কলকাতা: গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যান নৈশভোজের আমন্ত্রণে। তখন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় নেতা অমিত মালব্য সহ একাধিক বিজেপি শীর্ষ নেতা। এতজন বিজেপি নেতা একসঙ্গে তাঁর বাড়িয়ে যাওয়া নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে যে সকলের নিমন্ত্রণ ছিল কিনা। এই নিয়েও কটাক্ষ শুরু করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টুইট করে বিজেপিকে একহাত নেন তিনি। আবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে ব্যক্তিগত ভাবে নিশানা করেন কুণাল।

আরও পড়ুন- কাশীপুরে নিহত বিজেপি কর্মীর মাকে পুলিশি হেনস্থার অভিযোগ

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটারে প্রশ্ন তুলে বলেন, ”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিখ্যাত ক্রিকেটারের বাড়ি যেতেই পারেন। ব্যক্তিগত সম্পর্ক। প্রশ্ন, বিজেপির অন্য নেতারাও কি আমন্ত্রিত ছিলেন, নাকি, নেতার পিছনে ঘুরতে ঘুরতে বিনা আমন্ত্রণে ঢুকে খেতে বসে গেছেন? কাশীপুরে মৃত্যু নিয়ে দিনভর কুৎসা আর কুম্ভীরাশ্রুতে যা পরিশ্রম গেল!!” আগেই কুণাল ঘোষকে একহাত নিয়ে তোপ দেগেছিলেন খোদ দিলীপ ঘোষ। বলেছিলেন, অসামাজিক কাজে জড়িত থাকায় কোথাও আমন্ত্রণ পান না কুণাল! সেই ইস্যু তুলে তাঁকেও পুরনো কিছু ছবি দেখিয়ে একহাত নেন তৃণমূল নেতা।

কুণালের টুইট ছিল, ”ওওও দিলীপবাবু, সামাজিক-অসামাজিক তালজ্ঞান হারালেন? শুধু মহারাজকীয় ভোজে বাদ পড়ে? আমার প্রচুর নেমতন্ন থাকে। না ডাকলে যাই না। ডাকলেও সর্বত্র যেতে পারি না। আপনি কাল বাদ কেন? আর দাগি? আপনার দিল্লির দাদার কী কী মামলা ছিল, তালিকা দেব? নিন, ফের ছবি দিলাম। শকে স্মৃতি হারিয়েছেন বুঝি!”

আরও পড়ুন : মহারাজের বাড়িতে মহাভোজে শাহ, কী ছিল মেনুতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − thirteen =