Aajbikel

'সস্তার রাজনীতি করছে বিজেপি', অরিজিৎ ইস্যুতে 'তারিখ' দেখিয়ে খোঁচা কুণালের

 | 
kunal_arijit

কলকাতা: আগামী ফেব্রুয়ারি মাসে কলকাতার ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্ট নিয়ে ডামাডোল তুঙ্গে। বিজেপি দাবি করেছে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে 'গেরুয়া' গান গাওয়ার জন্য তাঁর শো বাতিল করা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সিপিএম, কংগ্রেস সকল বিরোধী দলই আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে। এবার এই আবহে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপি নোংরা রাজনীতি করছে বলে তোপ দাগলেন তিনি। একই সঙ্গে জানান, অরিজিতের শো বাতিল হয়েছে এই দাবি সম্পূর্ণ ভুল।

আরও পড়ুন- ঐন্দ্রিলা অভিনীত শেষ ওয়েব সিরিজে তাঁর জায়গায় কে? প্রকাশ্যে পোস্টার

গোটা বিষয় নিয়ে টুইট করেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, ''অরিজিত 'গেরুয়া' গেয়েছে ১৫ তারিখ। তাঁর প্রোগ্রাম বাতিল এবং জমা দেওয়া ৩ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে ৮ তারিখ। তাহলে 'গেরুয়া' জন্য কিছু কী ভাবে হল? ৯ তারিখ অরিজিৎ অ্যাকুয়াটিকায় ১ লক্ষ টাকা জমা করেছে। আজ ইন্সপেকশন চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি। বিজেপি সস্তার রাজনীতি করছে।'' কুণাল অবশ্য রাজ্যের পুর ও নগোরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উলটো কথাই বলেছেন টুইটে। ফিরহাদ জানিয়েছিলেন, শোয়ের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি হিডকোর কাছে৷ হিডকোর অনুমতি না নিয়ে কী ভাবে টিকিট বিক্রি করা হল, সেই প্রশ্ন ছিল তাঁর। উল্লেখ্য, ফিরহাদ হাকিম হিডকোর চেয়ারম্যানও৷

প্রসঙ্গত, ইকো পার্কে কোনও অনুষ্ঠান করতে হলে হিডকোর কাছে অনুমতি নিতে হয়৷ কিন্তু এক্ষেত্রে অনুমতি চাওয়া হয়নি এবং হিডকোর তরফে কোনও অনুমতি পত্রও দেওয়া হয়নি৷ ফলে ইকো পার্কে অরিজিতের শো হওয়ার কোনও সম্ভাবনাই নেই৷ ফিরহাদ অবশ্য এও জানান, উদ্যোক্তারা ইতিমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের দুটি বিকল্প জায়গার কথা বলা হয়েছে৷ সেখানে শো করতে চাইলে অনুমতি দেওয়া হলেও হতে পারে৷

Around The Web

Trending News

You May like