‘ভুল তথ্য ছড়াচ্ছেন’, রাজ্যপালকে আবার ‘নিশানা’ কুণালের

‘ভুল তথ্য ছড়াচ্ছেন’, রাজ্যপালকে আবার ‘নিশানা’ কুণালের

9d7f9ec19c0e02cfdf018c2ed1e7108c

কলকাতা: তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি রাজভবনেই সাক্ষাৎ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু সেই সাক্ষাতের পর মূল বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যপাল সাক্ষাতের পর ‘বিভ্রান্তিকর’ টুইট করেছেন। এই নিয়ে আরও একবার সরব হলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার তিনি সরাসরি রাজ্যপালকে নিশানা করেই ফের টুইট করেন এবং যৌথ সাংবাদিক বৈঠকের দাবি করেন।

আরও পড়ুন- ঝালদা উপনির্বাচনে ফের জয়ী কংগ্রেস, অন্তর্ঘাতের অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী

মঙ্গলবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে শাসক দলের ৮ সদস্যের একটি প্রতিনিধিদল। ওই বৈঠক শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে রাজ্যপাল টুইট করেন। কিন্তু এই টুইট নিয়েই সমস্যা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মূল যে বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে তারা আলোচনা করেছিলেন তাই নিজের টুইটে উল্লেখ করেননি তিনি। এই ইস্যু নিয়ে আজ কুণাল টুইট করে লিখেছেন, ”অনুমতি দিন আমাদের একসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করার। নাহলে শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে অভিযোগ ঢাকার চেষ্টা করে আপনি বৈঠক নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। দুই পক্ষই যদি জনসমক্ষে আলোচনা করে তাহলে তা যৌথভাবে হবে না কেন?”

উল্লেখ্য, রাজ্যপাল বৈঠক সম্পর্কে দাবি করেছিলেন যে, তৃণমূলের প্রতিনিধি দলের কাছে রাজ্যে আইনের শাসন কার্যকর করার আর্জি জানানোর পাশাপাশি তিনি সিন্ডিকেট এবং মাফিয়ারাজ রোখার ব্যবস্থা কঠোর করার অনুরোধ করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী যাতে সংবিধানা মাফিক কাজ করেন তার আর্জিও তিনি করেছেন। যদিও তৃণমূল কংগ্রেস বলছে, এই তথ্য পুরোপুরি সত্য নয়। ভুল তথ্য ছড়াচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *