কী যায় আসে! পঞ্চায়েত নিয়ে পার্থর মন্তব্যকে পাত্তা দিচ্ছেন না কুণাল

কী যায় আসে! পঞ্চায়েত নিয়ে পার্থর মন্তব্যকে পাত্তা দিচ্ছেন না কুণাল

কলকাতা: নিয়োগ কাণ্ডে এখনও তিনি জেলে। গ্রেফতার হওয়ার পর দলীয় পদ, মন্ত্রিত্ব সব গিয়েছে, এদিকে এখনও জামিন পাননি। কিন্তু আসন্ন পঞ্চায়েত ভোটে কে জিতবে সেই নিয়ে একদম আত্মবিশ্বাসী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আদালতে ঢোকার আগে সাংবাদিকদের স্পষ্ট বলেছেন তিনি যে, পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূল। কিন্তু যে দলের কথা তিনি বললেন সেই দল তাঁর এই মন্তব্য সম্পর্কে অন্য কিছুই ভাবছে। অন্তত দলের মুখপাত্র কুণাল ঘোষের কথা শুনে তাই মনে হয়।

আরও পড়ুন- কোনও ভিভিআইপি গাড়ির জন্যেই বন্ধ করা যাবে না রাস্তা, নির্দেশ স্বয়ং মুখ্যমন্ত্রীর

আদালতের নির্দেশে আরও ১৪ দিন জেলে থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়দের। এই অবস্থায় দাঁড়িয়ে তাঁর মুখ থেকে তৃণমূলের পঞ্চায়েত ভোটে জেতার বিষয় শোনাটাও কৌতূহল বাড়ায়। তবে এই মন্তব্যকে আমল দিতে রাজি নন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, সবাই দেখছে এবং সবাই জানে যে এবারের পঞ্চায়েত ভোটে কোন দল জিতবে। তৃণমূল জিতবে এটা পরিষ্কার। তাই তাঁর পর্যবেক্ষণে কিছু যায় আসে না। যদিও এই প্রথমবার তৃণমূলকে নিয়ে মন্তব্য করেননি পার্থ। গ্রেফতার হওয়ার পর একাধিকবার নিজের সমর্থন প্রকাশ করেছেন। আগে একবার তিনি জানিয়েছিলেন যে দলের সঙ্গেই আছেন।

এদিকে সোমবারও জামিন অধরাই থেকে গিয়েছে পার্থ সহ ৭ জনের। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়সহ ৭ জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। আদালতে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একটি চার্জশিট তৈরি করে ফেলেছে সিবিআই৷ ফলে নতুন করে আর তদন্তের কিছু নেই। অভিযুক্তদের জামিনের প্রয়োজন রয়েছে। কিন্তু সিবিআই এর বিরোধিতা করে বলে, নিয়োগ দুর্নীতি এঁদের সকলের পরিকল্পনা এবং ষড়যন্ত্রের জন্য হয়েছে। তারা এও দাবি করে, পার্থ-সহ ধৃত ৭ জনই প্রভাবশালী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + three =