সিবিআই বিরোধিতা সত্ত্বেও বিদেশ যাওয়ার অনুমতি পেলেন কুণাল, রয়েছে কিছু শর্ত

সিবিআই বিরোধিতা সত্ত্বেও বিদেশ যাওয়ার অনুমতি পেলেন কুণাল, রয়েছে কিছু শর্ত

কলকাতা: বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁকে শর্তসাপেক্ষে সেই অনুমতি দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। বিদেশ যেতে গেলে কুণাল ঘোষকে ৫ লক্ষ টাকা জমা রাখতে হবে বলে নির্দেশ। এদিকে, হাইকোর্টের নির্দেশেই তাঁর পাসপোর্ট জমা রয়েছে সিবিআইয়ের কাছে। সেই পাসপোর্ট ফেরত দেওয়ার কথা জানান হয়েছে।

আরও পড়ুন- রাজ্যবাসীর জন্য রক্ষাকবচ! নতুন প্রকল্প ঘোষণা সরকারের

২০১৬ সালে সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন কুণাল ঘোষ। প্রথমে তাঁর রাজ্যের বাইরে যাওয়ার উপর কড়াকড়ি থাকলেও পরে শুধুমাত্র দেশের বাইরে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়। তবে সম্প্রতি সিঙ্গাপুর যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল। আসলে তিনি জানিয়েছিলেন, সেখানে এক শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে যাবেন সাংবাদিকতা নিয়ে। তবে সিবিআই কুণালের আবেদনের বিরোধিতা করেছিল।

আদালতে সিবিআইয়ের তরফে জানান হয়েছিল, সারদা কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় জড়িত রয়েছেন তিনি। এছাড়া কুণাল ঘোষ একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি বিচারপতির বিরুদ্ধেও মন্তব্য করেছেন। আর সারদা কাণ্ডে বেশ কিছু দেশে টাকা সরিয়ে ফেলার সূত্র পাওয়া গিয়েছে, যার মধ্যে সিঙ্গাপুর রয়েছে। যদিও বিচারপতি বলেন, সাংবিধানিক অধিকার কোনও ভাবেই লঙ্ঘিত করা যায় না। উল্লেখ্য, ১৬ জানুয়ারি কুণাল বিদেশ যাবেন এবং ফিরে আসবেন ৩১ তারিখ।হাইকোর্টের নির্দেশ, ফিরে এসে পাসপোর্ট জমা দিতে হবে তাঁকে। এছাড়া নিম্ন আদালতে ৫ লক্ষ টাকা জমা দিতে হবে। ১ ফেব্রুয়ারিতে পাসপোর্ট ফেরত দিতে হবে। এই মামলার পরের শুনানি ৩ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 4 =