তারিখের রাজনীতি চলছে বঙ্গে! শুভেন্দুর পাল্টা ‘দিন দিলেন’ কুণাল

তারিখের রাজনীতি চলছে বঙ্গে! শুভেন্দুর পাল্টা ‘দিন দিলেন’ কুণাল

কলকাতা: চলতি মাসের নাম ডিসেম্বর। এই সময়টা মূলত একটু হালকা মেজাজে থাকেন সকলেই। কিছুদিন পরেই বছর শেষ, নতুন বছরের অপেক্ষা। তাই সবার মধ্যে কেমন একটা উৎসবের আমেজ থাকে। কিন্তু বাংলার রাজনীতিতে এবার এই সময়টা সবথেকে বেশি উত্তেজক। কারণ বঙ্গের শুরু হয়েছে ডিসেম্বর রাজনীতি! বিজেপির থেকেই আগে দাবি করা হয়েছিল এই মাসে কিছু ঘটতে চলেছে। সেই নিয়ে তৃণমূল কংগ্রেসও যথেষ্ট প্রস্তুত। সম্প্রতি কয়েকটি তারিখের কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেইদিনগুলিতে বিশেষ কিছু নাকি হবে। এবার তারই পাল্টা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই নিয়ে টুইট করেছেন তিনি।

আরও পড়ুন: G-20 সম্মেলনে রাজ্যকে নিয়ে বার্তা মোদীর, বলার সুযোগ পাননি মমতা: সূত্র

সম্প্রতি বিধানসভার বাইরে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেছিলেন, ‘১২, ১৪, ২১ এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ’। তাঁর এই মন্তব্যের পর বাংলার রাজনীতিতে হইচই শুরু হয়েছে ইতিমধ্যেই। কী ঘটবে এই দিনে, তা নিয়ে জল্পনার শেষ নেই। এবার এই তারিখের পাল্টা একটি তারিখ ঘোষণা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইটে জানিয়েছেন, ”ট্রেনি জ্যোতিষির থেকে বেশ কিছু তারিখের কথা জানার পর আমি একটা তারিখ আর সময় বলছি। নাম করা একজন জ্যোতিষির কাছ থেকে আমি এই তথ্য পেয়েছি। তিনি বলেছেন, ডিসেম্বরে উল্লেখযোগ্য তেমন কোনও তারিখই নেই। তবে বিয়ের তারিখ আছে। তবে ২ জানুয়ারি দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ০২.০১.২০২৩, বেলা ১২টা।” যদিও এটাও ঠিক কী বিষয়, তা বলেননি কুণাল।

বিগত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ডিসেম্বর মাস। ডিসেম্বরে হয় তৃণমূল সরকার পড়ে যাবে, নয়ত এমন কিছু ঘটবে যাতে চরম অস্বস্তির মধ্যে পড়বে রাজ্য প্রশাসন, বিজেপি নেতাদের কথাবার্তায় এমন একটা আবহ তৈরি হয়েছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাৎপর্যপূর্ণভাবে বলতে শোনা গিয়েছে, ডিসেম্বরে বাংলায় অশান্তি হতে পারে। তবে আদতে কী হবে, তা জানার অপেক্ষা এখন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 18 =