বীরভূমে জোড়া বিস্ফোরণ, এনআইএ তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বীরভূমে জোড়া বিস্ফোরণ, এনআইএ তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: ২০১৯ সালে বীরভূমের জোড়া বিস্ফোরণকাণ্ডের তদন্তভার এনআইএকে দিল কলকাতা হাইকোর্ট। দুই বিস্ফোরণের যাবতীয় নথি দ্রুত এনআইএকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এতদিন বীরভূমের জোড়া বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার ছিল সিআইডির হাতে। আদালত এনআইকে সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছে। রাজ্য এনআইকে সাহায্য করছে না, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল এনআইএ।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামে প্রথম বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে বাবলু মণ্ডলের টিনের চাল উড়ে যায়। ওই বছরেই সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামে হাইতুন্নেসা খাতুনের গোয়ালঘরে বিস্ফোরণ হয়। দুই বিস্ফোরণের তদন্ত প্রথমে সিআইডি করে। পরে সেই তদন্তভার চলে যায় এনআইএয়ের হাতে। এনআইএ রাজ্যের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়। সেই মামলাতেই এই নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাগ পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। 

কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে জানায়, ‘আইন অনুযায়ী এই ধরনের ঘটনা ঘটলে রাজ্যের তদন্তকারী সংস্থা একটি প্রাথমিক রিপোর্ট এনআইএ-কে পাঠায়। রাজ্যের সেই রিপোর্ট বিবেচনা করে তদন্ত করা বা না করার সিদ্ধান্ত গ্রহণ করে এনআইএ। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে  রাজ্যের তরফে এই ধরনের কোন রিপোর্ট পাঠানো হয়নি। যেহেতু রাজ্যের তদন্তকারী সংস্থার থেকে  এনআইএ-এর ক্ষমতা আরও বেশি, ন্যায়বিচারের স্বার্থে এই মামলার ভার এনআইএকে দেওয়া হল।’ আদালতের নির্দেশে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =