কলকাতা: গোপন তথ্যের ভিত্তিতে চারটি বিদেশি জাতের বানরে উদ্ধার করল পশ্চিমবঙ্গ কাস্টমস কমিশনের জলপাইগুড়ি শাখার ইউনিট। মনে করা হচ্ছে ৪ মে এই চারটে অসম থেকে শিলিগুড়ি আনা হয়েছিল। এই চারটে বানরের মূল্য এক কোটি টাকার বেশি।
অনুসন্ধান ও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তিনটি খাঁচায় চারটে বিদেশি জাতের বানরকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চিন, হংকং বা অস্ট্রেলিয়া থেকে বানরগুলোকে নিয়ে আসা হয়েছিল। এই বানরগুলোকে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাচারের পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। একটি বাসের নীচে বেস ডাইক থেকে বানরুগুলোকে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। ১৩ তারিখ রাতে বাসটিকে আটক করেন কাস্টমস আধিকারিকরা। ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রের খবর, অন্ধকারের সুযোগে বাসের কন্ডাকটর ও চালক পালিয়ে গিয়েছে।
বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল। চালক পালিয়ে যাওয়ার কারণে যাত্রীরা বিপাকে পড়ে যান। কাস্টমস অফিসার যাত্রীদের সুরক্ষার কথা ভেবে স্থানীয় ড্রাইভার জোগাড় করেন। সেই ড্রাইভারটি বাসটিকে গন্তব্যের দিকে নিয়ে যান। সালুগাড়া বেঙ্গল সাফারিতে সাময়িকভাবে এই বিদেশি বানরগুলোকে রাখা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই পাচারের সঙ্গে যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার সঙ্গে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
অন্যদিকে, সালুগাড়া বেঙ্গল সাফারির তরফে জানানো হয়েছে, বানরগুলো ভালো রয়েছে। সুস্থ রয়েছে। বানরগুলোকে খাবার ও উপযু্ক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বানরগুলোকে বেঙ্গল সাফারিতে রাখা হবে না কি অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।